E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে পরিবেশ দূষণকারী কারখানা সরিয়ে নেয়ার দাবিতে মানববন্ধন

২০১৯ ফেব্রুয়ারি ২৭ ১৮:১৮:৫৬
বাগেরহাটে পরিবেশ দূষণকারী কারখানা সরিয়ে নেয়ার দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে সরকারী জমি দখল করে স্থাপিত পরিবেশ দূষণকারী কারখানা অন্যত্র সরিয়ে নেয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

উপজেলার দাউদখালী নদীর চর দখল করে স্থাপিত ওই কারখানা অন্যত্র সরিয়ে নেয়ার দাবীতে বুধবার দুপুরে চাকশ্রী বাজার সংলগ্ন ওই কারখানার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনের নেতৃত্ব দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আব্দুল্লাহ ফকির। মানববন্ধনে বক্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির জানান, বাইনতলা ইউনিয়নের ব্যস্ততম চাকশ্রী বাজারে ১৩০টি মুদি দোকানসহ মসজিদ, ব্যাংক, স্কুল এবং কয়েক শত বসত বাড়ী রয়েছে। এই বাজার সংলগ্ন দাউদখালী নদীর তীরের সরকারী জমি দখল করে স্থানীয় ব্যবসায়ী শেখ আমীর আলী বেআইনি ভাবে পরিবেশ দূষণকারী অটো রাইস মিল নির্মাণ করায় তার বিরুদ্ধে বাগেরহাট জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমাদুল হক ওই ব্যবসায়ী শেখ আমীর আলীকে তার অটো রাইস মিল বন্ধ করার নির্দেশ দেন। তবে তিনি সেই নির্দেশ না মেনে জনবসতির মধ্যে স্থাপিত ওই মিল থেকে প্রতিনিয়ত ধান ছাটাই করে আমীর আলী আশপাশের পরিবেশ নষ্ট করে চলেছেন বলেও অভিযোগ করেছে স্থানীয়রা।

বাগেরহাট জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমাদুল হক বলেন, স্থানীয় ব্যবসায়ী আমীর আলী বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ সংশোধন আইন ১৯৯৫ ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ এর বিধান অনুসারে পরিবেশগত ছাড়পত্র ছাড়া প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আইন লঙ্ঘন করেছেন। এজন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিবেশ অধিদপ্তরে এসব আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১০ বছর কারাদন্ড বা ১০ লক্ষ টাকা জরিমান বা উভয় দন্ডের বিধান রয়েছে বলেও জানান তিনি।

এদিকে ব্যবসায়ী আমীর আলী বলেন, সরকারী কোন জমি আমি জবর দখল করিনি। ২০০৬ সালে আমি ওই জমি ক্রয় করি এবং সেই জমি দেখিয়ে ইসলামী ব্যাংক মোংলা শাখা থেকে আমার লোন নেয়া আছে।

(এসএকে/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test