E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন মুক্তা

২০১৯ ফেব্রুয়ারি ২৮ ১৮:৪৯:২২
বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন মুক্তা

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : নির্যাতিত গৃহবধু মুক্তা আক্তার তার স্বামী কামালের অবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। 

তার স্বামী কামালের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি করা হলেও চতুর কামাল পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। উল্টো মুক্তাকে মামলা তুলে নেয়ার জন্য নানা ভাবে চাপ দিচ্ছে। নির্যাতিত গৃহবধু বাবার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা সোয়াইর গ্রামে। তার বাবা আব্দুল মজিদ। গত ৭ মাস আগে প্রেম পরিনয়ে ৪ লাখ টাকার দেনমোহর ধার্য করে বিয়ে হয় মামাতো ভাই কাজিমুদ্দিনের ছেলে কামাল মিয়ার সঙ্গে। কামাল মিয়ার বাড়ি কেন্দুয়া উপজেলা দলপা ইউনিয়নের নন্দিখিলা গ্রামে।

মুক্তা জানান, বিয়ের পর শশুর বাড়ির লোকজন তাদের এ পরিনয় সহজে মেনে নিতে পারছিলেন না। প্রায়ই স্বামী সহ পরিবারের সকল সদস্যরা তাকে যৌতুকের টাকার জন্য মারপিট ও নানাভাবে নির্যাতন করত। এসবের প্রতিবাদ করেও কোন ফল হয়নি। প্রতিবেশিদের জানিয়ে কোন বিচার না পেয়ে অবশেষে মুক্তা আদালতের আশ্রয় নেন। তিনি জানান শশুর পরিবারের সদস্যদের নির্যাতনের ফলে তার তিনমাসের গর্ভের সন্তান নষ্ট হয়।

তিনি বাদী হয়ে গত ৪ মাস আগে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে যৌতুক আইনের ৩/৪ ধারা মোতাবেক শশুর কাজিমুদ্দিন, শশুরী ইয়াসমিন আক্তার, স্বামী কামাল মিয়া ও স্বামীর ভাই জামাল মিয়া সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে কামাল মিয়ার বিরুদ্ধে চার্জসিট দাখিল করেন। আদালত কামালের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

মুক্তা আক্তার কান্না জড়িত কন্ঠে বলেন, স্বামীর বাড়িতে নির্যাতিত হয়ে বিচার চেয়ে মামলা করেছিলাম। কিন্তু স্বামী কামালের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হলেও কামাল পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমি তাকে অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। কামালের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার বিষয়ে জানতে চাইলে কেন্দুয়া থানা পুলিশের এস.আই আবুল বাশার বলেন, এই মুহুর্তে নিশ্চিত করে বলতে পারছিনা তবে গ্রেফতারী পরোয়ানা থাকতেও পারে।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test