E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মধুমতি নদীর ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে দেখলেন মাশরাফি 

২০১৯ ফেব্রুয়ারি ২৮ ১৯:০০:২০
মধুমতি নদীর ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে দেখলেন মাশরাফি 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার পূর্বাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত মধুমতি নদীর ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে দেখলেন ওয়ান ডে ক্রিকেটের অধিনায়ক , নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। 

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা লোহাগড়া উপজেলার কোটাকোল ইউপির ঘাঘা,যোগিয়া, ধোলাইতলা কোটাকোল এবং জয়পুর ইউপির আস্তাইল, আড়িয়ারা,আমডাঙ্গা এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ভাঙ্গনে ক্ষতি গ্রস্থ পরিবারের খোঁজ-খবর নেন। এ সময় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেন, মধুমতি নদীর ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা , নড়াইলের পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন (পিপিএম),পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ তালুকদার, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, সহকারী কমিশনার (ভুমি) এম এম আরাফাত হোসেন প্রমুখ। পরে তিনি লোহাগড়া উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দেন।

এরপর লোহাগড়া পৌরসভা আয়োজিত এক মত বিনিময় সভায় মিলিত হন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেয়র আশরাফুল আলম,প্যানেল মেয়র বুলবুল ইসলাম বুলু, কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূইয়া প্রমুখ।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test