E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পানগুছি নদীতে সেতুর প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছে কুয়েতের প্রতিনিধি দল

২০১৯ মার্চ ০১ ১৮:২২:৩৯
পানগুছি নদীতে সেতুর প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছে কুয়েতের প্রতিনিধি দল

বাগেরহাট ও মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের সাইনবোর্ড - মোরেলগঞ্জ - শরণখোলা আঞ্চলিক মহাসড়কের পানগুছি নদীতে সেতু নির্মানের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন কুয়েত সরকারের একটি প্রতিনিধি দল। 

শুক্রবার দুপুরে কুয়েত ফান্ড ফর আরব ইকোনোমিক ডেভেলপমেন্ট সংস্থার পক্ষে মো. আল হাদীদী, সিনিয়র প্রকৌশল উপদেষ্টা হাসান মুদাল্লাল, মাহমুদ আলী আল এরিয়ানী ও সহকারি আইন উপদেষ্ঠা তাহের আল খাতীব মোরেলগঞ্জের সোলমবাড়ীয়া ঘাট এলাকায় পানগুছি নদীতে সেতু নির্মানের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।

বাগেরহাট- ৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন ফুল দিয়ে কুয়েত সরকারের প্রতিনিধি দলটিকে স্বাগত জানান। এসময়ে কুয়েত সরকারের প্রতিনিধি দলটির সাথে ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহকারি প্রধান এসএম হাসান, বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, মোরেলগঞ্জ পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার।

বাগেরহাটের পানগুছি নদীতে সেতু নির্মানের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহকারি প্রধান এসএম হাসান সাংবাদিকদেও বলেন, পানগুছি নদীতে ১৪ শ’ মিটার দীর্ঘ সেতু নির্মান করতে কুয়েত সরকারের সাথে ইতিমধ্যেই একটি চুক্তি সম্পন্ন হয়েছে। পানগুছি নদীর উপর মোরেলগঞ্জের সোলমবাড়ীয়া ঘাট এলাকায় সেতু নির্মানের কুয়েত সরকার ৩৭০ কোটি টাকা প্রদান করবে।

প্রসংগত, ২০১৭ সালের ২৮ মার্চ খরশ্রোতা পানগুছি নদীতে যাত্রীবাহি ট্রলার ডুবে মোরেলগঞ্জ, শরণখোলা ও ইন্দুরকানি উপজেলার নারী-শিশুসহ ১৯ জনের প্রানহানি ঘটে। ওই ঘটনার পর থেকে পানগুছি নদীতে সেতু নির্মানের জন্য এলাকাবাসির আন্দোলন শুরু করে।

(এসএকে/এসপি/মার্চ ০১, ২০১৯)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test