E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিদ্যালয়ের খেলার মাঠ প্রতিবেশীদের দখলে!

২০১৯ মার্চ ০১ ১৮:৪৬:৪৩
বিদ্যালয়ের খেলার মাঠ প্রতিবেশীদের দখলে!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ তাড়াশে দিঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩শতক খেলার মাঠ সবটুকোই প্রতিবেশীরা জোরপূর্বক দখল করে রেখেছে।যারফলে খেলার মাঠে খেলাধুলা তো দূরের কথা,  শিক্ষার্থীদের মুক্ত বিচরণের জায়গাও সংকুচিত হয়ে পরেছে । নিয়ম নীতি না মেনে এভাবেই চলছে বছরের পর বছর।

সরেজমিনে জানা যায়, ১৯৪০ সনে স্কুলটি প্রতিষ্ঠা সময়কালীন নিকটবর্তী দু জন ব্যক্তি স্কুলের নামে ৩৩শতক জায়গা দান করেন। এদের মধ্যে একজন দাতা অপরুপ বেগমের নাতি নবীর উদ্দীন (৪৯) স্কুলটির খেলার মাঠের মধ্যে কিছু জায়গা তাদের দাবি করে দখল করে নেয়। তার দেখাদেখি স্কুলের সাথে বসবাসকারী অন্য বাসিন্দারাও ৩৩শতক মাঠ সবটুকোই অনুরুপ গৃহস্থালীর কাজে ব্যবহার করছে। স্কুলটির শিক্ষার মান ভাল হলেও মাঠটি দখল হয়ে যাওয়ায় শিশু শিক্ষার্থীদের নিকট বাইরের পরিবেশ যেন জেলখানা। এতটুকো জায়গা অবশিষ্ট নেই হইহুল্লুর বা বিনোদনের জন্য। খড়ের গাদা আর গরুর গোবরে ঢাকা পড়েছে সর্বত্রই।

স্কুলটির প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, স্কুলের শিক্ষার মান ভাল হলেও মাঠটি অবৈধ দখল করে রাখায় শিশু শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে। ভেতরে ভাল হলেও স্কুলের বাইরের পরিবেশ জরাজীর্ণ ও নোংরা। বিষয়টি তিনি তার কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানিয়েছেন ।

এ প্রসঙ্গে দখলদার নবীর উদ্দীনের কাছে জানতে চাওয়া হলে, তিনি তার দাবির সমর্থনে কোন প্রকার কাগজ পত্র দেখাতে পারেননি ।

স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি আব্দুল হাকিম বলেন, দান সূত্রের দলিলমূলে ও আরএস রেকোর্ড অনুযায়ী ৩৩শতক যায়গা সবটুকোই স্কুলের। কমিটির পক্ষ থেকে প্রতিবেশীদের মাঠটি মুক্ত রাখার বিষয়ে বহুবার বুঝিয়েছি । কিন্তু তারা কোন কিছুরই তোয়াক্কা না করে মাঠটি দখল করে রেখেছে।

লিখিত আবেদন পেলে নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্ত মো. মোস্তাফিজুর রহমান।

(এমএসএম/এসপি/মার্চ ০১, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test