E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে হত্যাকান্ড : খুনীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

২০১৯ মার্চ ০১ ১৮:৪৯:৫৮
মাদারীপুরে হত্যাকান্ড : খুনীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাহেবালী মাতুব্বর (৫৫) হত্যাকান্ডের প্রতিবাদ ও খুনীদের ফাঁসির দাবিতে শুক্রবার এলাকার সহস্রাধিক নারী-পুরুষ শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। 

এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের বাসভবনের সামনে মাদারীপুর-শরীয়তপুর প্রধান সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করে। খবর পেয়ে পুলিশ সুপার সুব্রত কুমার হালদার আসামীদের গ্রেফতার ও বিচারের আশ^াস দিলে প্রায় দুইঘন্টা পরে তারা অবস্থান ত্যাগ করে।

মানববন্ধন চলাকালে সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহণমন্ত্রী শাজাহান খানের ছোট ভাই জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান উপস্থিত হয়ে হত্যাকান্ডের ব্যাপারে সকল প্রকার আইনগত সহযোগিতার আশ্বাস দেন।

মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম বলেন, হত্যাকান্ডের ঘটনায় শুক্রবার সকালে সাহেবালী মাতুব্বরের স্ত্রী আলেয়া বেগম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সদর উপজেলা কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজুর রহমান আকনকে প্রধান আসামী করে ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা সাহেবালী মাতুব্বর বুধবার সকালে নিজ বাড়ি থেকে পাঁচখোলা ইউনিয়নের আনন্দবাজার এলাকা দিয়ে মাদারীপুর শহরে আসার পথে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতরভাবে জখম করে। পরে ঐদিন বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান।

(এএসএ/এসপি/মার্চ ০১, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test