E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবশেষে তফসিল ঘোষণা

শেরপুর সদর উপজেলা নির্বাচন ২৪ আগস্ট

২০১৪ জুলাই ২৩ ১৫:১১:৫৯
শেরপুর সদর উপজেলা নির্বাচন ২৪ আগস্ট

শেরপুর প্রতিনিধি : আগামি ২৪ আগষ্ট শেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সীমানা জটিলতা ও ভোটার তালিকা ত্রুটি সংক্রান্ত আইনি জটিলতা পেরিয়ে অবশেষে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মঙ্গলবার ইসির উপ সচিব সাজাহান খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট সকল দফতরে চিঠি দিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান বুধবার নির্বাচন কমিশনের চিঠি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, আগামি ২৪ আগস্ট শেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সারাদেশে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে গত ২৩ মার্চ শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু জামালপুর জেলার সঙ্গে সীমানা সংক্রান্ত বিষয়ে আইনী জটিলতা থাকায় এ নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর সদরের সাথে সীমানা জটিলতা ও ভোটার তালিকা ত্রুটি সংক্রান্ত জটিলতার অভিযোগ তুলে নির্বাচন কমিশন ঘোষিত তফসিলের স্থগিতাদেশ চেয়ে হাইকোর্ট আবেদন করেছিলেন শেরপুর সদর উপজেলার কুলুরচর এলাকার আলমগীর হোসেনসহ ৪ ব্যাক্তি। সেই আবেদনের প্রেক্ষিতে গত ২০ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি মাহমুদ খুরশিদ আলমের বেঞ্চ ৪ মাসের জন্য এ নির্বাচনের ওপর স্থগিতাদেশ জারি করেছিল। জুলাই মাসের প্রথম সপ্তাহে হাইকোর্টের ওই স্থগিতাদেশ প্রত্যাহার হলে আইনি জটিলতা মুক্ত হওয়ায় নির্বাচন কমিশন মঙ্গলবার এ নির্বাচনের পুন:তফসিল ঘোষণা করে।

এদিকে, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় সম্ভাব্য প্রার্থী ও সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সানোয়র হোসেন ছানু ও ভাইস চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন বেলাল বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই। কিন্তু এখানে যাতে নির্বাচন না হতে পারে সেজন্য একটি মহল নানা অপতৎপরতা চালাচ্ছিল। আইনি জটিলতা পেরিয়ে এখন তফসিল ঘোষিত হওয়ায় ভাল লাগছে। জনগন যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তিনিই জনপ্রতিনিধি হবেন।

(এইচবি/জেএ/জুলাই ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test