E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ কবিয়াল তাঁরক গোঁসাইয়ের ১০৪তম তিরোধান দিবস

২০১৯ মার্চ ০৩ ১৫:১৮:০৩
আজ কবিয়াল তাঁরক গোঁসাইয়ের ১০৪তম তিরোধান দিবস

রূপক মুখার্জি, নড়াইল : আজ (সোমবার)সাধক কবি তাঁরক গোঁসাইয়ের ১০৪ তম তিরোধান দিবস। এ উপলক্ষ্যে লোহাগড়ার জয়পুর কবিধামে তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে । জয় ঢংকার ছান্দসিক শব্দ আর হাজার হাজার মতুয়া অনুসারীদের হরিবোল ধ্বনীতে মুখরিত হয়ে পড়বে জয়পুর কবিধাম।  এ বছর লক্ষাধিক মতুয়া অনুসারী কবিধামে উপস্থিত হবেন বলে আয়োজকরা আশা করছেন।

ইতিহাস থেকে জানা গেছে, সাধক পুরুষ তাঁরক গোঁসাই নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী জয়পুর গ্রামে বাংলা ১২৫২ সালের ১৫ অগ্রহায়ন জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাশীনাথ সরকার, মা অনপূর্না দেবী। কাশীনাথ ছিলেন একজন পেশাদার কবিয়াল। কবি গান গেয়েই তিনি জীবিকা নির্বাহ করতেন। সন্তান না হওয়ায় পুত্রেষ্টী যজ্ঞ করে তিনি পুত্র সন্তান তাঁরককে লাভ করেন। পার্শবর্তী ছাতড়া গ্রামের পাঠশালায় তিনি শিক্ষা লাভ করেন। তাঁরক গোঁসাই বহু অলৌকিক কর্মের অধিকারী ছিলেন। ছোট বেলা থেকেই তিনি পিতার মতো কবিগান রপ্ত করেন এবং পরবর্তীতে কবিগান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি কবিগান পরিবেশনের পাশাপাশি কবিতা লিখতেন। তাঁর রচিত প্রায় আটশো কবিতা রয়েছে। তিনি মতুয়া ধর্ম প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ‘হরিলীলামৃত’ গ্রন্থ রচনা করে গেছেন। বাংলা ১৩২১ সালের ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে তিনি ইহলোক ত্যাগ করেন। জয়পুর পরশ মনি মহাশ্বশানে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।

শ্রী তাঁরক চাঁদ মতুয়া সংঘের সভাপতি বিজয় সিকদার জানান, তাঁরক গোঁসাইয়ের ১০৪ তম তিরোধান দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে ৪ মার্চ অধিবাস, ৫মার্চ মহোৎসব, ৬মার্চ মীন মহোৎসব। তাঁরক গোঁসাইয়ের ১০৪ তম তিরোধান দিবস উপলক্ষ্যে কবিধাম সেজেছে অপরুপ সাজে। এ বছর লক্ষাধিক মতুয়া অনুসারী তাঁরকধামে উপস্থিত হবেন বলে আয়োজকরা আশা করছেন। এ দিকে, তাঁরক গোঁসাইয়ের ১০৪ তম তিরোধান দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপাশাস্থ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির ও জয়পুর পরশমনি মহাশ্বশ্মানেও অনুরুপ কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

(আরএম/এসপি/মার্চ ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test