E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস বিতরণ

২০১৯ মার্চ ০৩ ১৬:৪২:১৫
নাগরপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে দারোগ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস বিতরণ করা হয়েছে।

রবিবার (৩ মার্চ) সকালে বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের স্কুলড্রেস বিতরণ করে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানুরাগী মো. মহিদুল ইসলাম।

শিক্ষানুরাগী মো. মহিদুল ইসলামের নিজস্ব অর্থায়নে স্কুলড্রেস বিতরণী অনুষ্ঠান কার্যক্রমে বিদ্যুতসাহী বুদ্দু মিয়ার সভাপতিত্বে ও পংবাই জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুজ্জামানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আ. আজিজ মিঞা, সহকারী শিক্ষক রামকৃষ্ণ সাহা, ফাতেমা ইয়াসমীন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য রহমান মিয়া,টগরআলী, মোন্নাফ মিয়া, মহরউদ্দিন, মুনসের মিয়া প্রমুখ।

বিদ্যালয়ের জমি দাতা ও শিক্ষানুরাগী মো. মহিদুল ইসলাম বলেন, চরাঞ্চলের শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের জন্য আমি এ বিদ্যালয় প্রতিষ্ঠা করি। সরকারের বিদ্যালয় বিহীন গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠার আওতায় বিদ্যালয়টি সরকারীকরণ হয়। কিন্তু এখন পর্যন্ত বিদ্যালয়ে সরকারী শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থীদের উপবৃত্তি চালু হয়নি। আমি শিক্ষার্থীদের কথা চিন্তা করে যাতে তারা বিদ্যালয়মুখী হয় এজন্য তাদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করলাম। উর্ধ্বতন কৃর্তপক্ষের কাছে আমার দাবি এ বিদ্যালয়টিতে যেন শিক্ষার মান বজায় রাখার জন্য দ্রুত সরকারী শিক্ষক নিয়োগ ও উপবৃত্তি চালুর ব্যাবস্থা করে।

(আরএসআর/এসপি/মার্চ ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test