E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন

শরণখোলায় নৌকার প্রার্থী কামাল, সর্বস্তরের মানুষের মাঝে উদ্দীপনা

২০১৯ মার্চ ০৩ ১৭:৫৪:৫০
শরণখোলায় নৌকার প্রার্থী কামাল, সর্বস্তরের মানুষের মাঝে উদ্দীপনা

বাগেরহাট প্রতিনিধি : চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের শরণখোলায় তৃতীয় বার আওয়ামী লীগের মনোনয়ন পাওযায় বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন আকনকে ঘিরে সর্বস্তরের মনুষের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। 

মনোনয়ন নিয়ে ঢাকা থেকে আসার পর রবিবার সকালে মোরেলগঞ্জ ফেরিঘাটে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করা হয়।

কামাল উদ্দিন আকনকে দলীয় মনোনয়ন দেয়ায় দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে শরণখোলায় আনন্দ র‌্যালি করেছে নেতাকর্মীরা। র‌্যালিতে দলমত নির্বিশেষে মানুষের ঢল নামে। কামাল উদ্দিন আকন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের বড় ভাই।

র‌্যালি শেষে উপজেলার সদর রায়েন্দা বাজারের শের-এ বাংলা সড়কে অনুষ্ঠিত পথসভায় চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন আকন উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আমি নেতা হতে চাইনা। আমি আপনাদের সেবক হয়ে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, মাদক মুক্ত উপজেলা গড়তে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিার উন্নয়নের সুফল সকল শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান কাজ। দলের মধ্যে বিভাজন সৃষ্টিকারীদেরর ঠাঁই হবেও জানান তিনি।

পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মোজাম্মেল হোসেন, এম সাইফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মধু, শ্রমিক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান তালুকদার, জাকির হোসেন খান মহিউদ্দিন, জালাল আহমেদ রুমি, যুবলীগ নেতা আজমল হোসেন মুক্তা, আসাদুজ্জামান স্বপন প্রমূখ।

এর আগে কামাল উদ্দিন আকন বাগেরহাট- ৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের গ্রামের বাড়ি মোরেলগঞ্জের কচুবুনিয়ায় তার সহধর্মিণীর কবর জিয়ারত করেন।

(এসএকে/এসপি/মার্চ ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test