E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইল ইন্দো-বাংলা যৌথ অনুশীলন ‘সম্প্রীতি-৮’ এর উদ্বোধন

২০১৯ মার্চ ০৩ ১৮:০৪:২৮
টাঙ্গাইল ইন্দো-বাংলা যৌথ অনুশীলন ‘সম্প্রীতি-৮’ এর উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি : ইন্দো-বাংলা যৌথ অনুশীলন ‘সম্প্রীতি-৮’ এর উদ্বোধনী অনুষ্ঠান রোববার বঙ্গবন্ধু সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। এ যৌথ অনুশীলন ২ মার্চ থেকে শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে। অনুশীলনে বাংলাদেশ ও ভারতের ৩০ জন অফিসারসহ ১৭০জনের একটি করে দল অংশ নেবে। এবারের যৌথ অনুশীলনের মুল প্রতিপাদ্য বিষয় সন্ত্রাস এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম প্রধান অতিথি থেকে সম্প্রীতির উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন, ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার গুরজাট সিংহ সান্ধু।

সন্ত্রাস দমন ও প্রতিরক্ষা সহযোগিতা উন্নয়নের অংশ হিসেবে যৌথ অনুশীলন সম্প্রীতি অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে এক বছর অন্তর অন্তর এই অনুশীলন পর্যায়ক্রমে বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছর ভারতীয় সেনাবাহিনীর দলটি বাংলাদেশে আগমন করেছে। যৌথ অনুশীলন ‘সম্প্রীতির’ মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও বৃদ্ধি পাবে।
এ বছর অনুশীলনের আভিযানিক ও প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠানের ব্যবস্থাও গ্রহন করা হয়েছে।

(আরকেপি/এসপি/মার্চ ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test