E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে ভুয়া দলিল করে ৩টি পুকুর দখলের চেষ্টা

২০১৪ জুলাই ২৩ ১৫:৫১:৩১
তাড়াশে ভুয়া দলিল করে ৩টি পুকুর দখলের চেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে সমাজভিক্তিক মৎস্য চাষ প্রকল্পের সরকারি খাস পুকুর ভুয়া কাগজ পত্রের মাধ্যমে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের যোগ সাজশে ভূমিদস্যুরা দখলের পায়তারা করার লিখিত অভিযোগ উঠেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মাগুড়া বিনোদ গ্রামের ১নং খতিয়ানভুক্ত দাগ নং ৪০১ নাপিতগাড়ী পুকুর, ১নং খতিয়ানভুক্ত ১৬০৩ চকপাড়া পুকুর, ১নং খতিয়ান ভুক্ত ৪৫৮ বাইনানী পুকুর, ১নং খতিয়ান ভুক্ত ৩৯৯ মজলিস পুকুরগুলো প্রায় ৫০জন সুফলভোগীরা প্রায় ৩০ বছর যাবৎ ফিশারীজ প্রকল্প ও গ্রামীণ মৎস্যচাষ ফাউন্ডেশনের মাধ্যমে মাছ চাষ করে ভোগ দখল করে আসছিল।

সুফলভোগী সমিতির সভাপতি হাফিজুর রহমান নান্নু জানান, পরবর্তীতে ওই পুকুরগুলো নিমগাছী মৎস্য চাষ প্রকল্পের আওতায় আসলে ভূমিহীন সুফলভোগীরা সরকারি নীতিমালা ও বিধি মোতাবেক ২০১১ সাল হইতে ওই পুকুরগুলো লীজ গ্রহণ করে মাছ চাষের মাধ্যমে ভোগ দখল করে আসছে। কিন্তু সম্প্রতি কিছু ভূমিগ্রাসী জাল দলিল করে সুফলভোগীদের ওই পুকুরগুলোর দখলের জন্য চেষ্টা করছেন এ মর্মে সুফলভোগীরা অভিযোগ করেছেন।

তারা লিখিত অভিযোগে আরো জানান, ইউনিয়ন ভূমি অফিসের কতিপয় দুনীর্তিবাজ কর্মকর্তা/কর্মচারীরা একাজে ভূমিগ্রাসীদের সহায়তা করছেন। এ প্রসঙ্গে মাগুড়া বিনোদ ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী ভূমি কর্মকর্তা শাহ্ কামাল বলেন, ওই পুকুরগুলো ক ও খ তফশীলভুক্ত থাকায় আমরা অফিসিয়ালী একটি প্রতিবেদন দাখিল করেছি। এতে যোগসাজশ বা টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করেন। এদিকে ভূমিগ্রাসীদের কাছ থেকে ওই পুকুর রক্ষায় সুফল ভোগীরা প্রশাসনের বিভিন্ন দফতরে প্রতিকার চেয়ে আবেদন করেছেন।

এ ব্যাপারে তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা বরুণ মণ্ডল জানান, মাগুড়া বিনোদ গ্রামের সুফলভোগীদের ৩টি পুকুর তফশীলভুক্ত হওয়ায় সুফলভোগীদের মাছ চাষে কোন সমস্যা নেই। বিষয়টি নিয়ে উপজেলা সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে।

(এসএস/জেএ/জুলাই ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test