E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকান ঘর ভাংচুর

২০১৯ মার্চ ০৪ ১৭:২২:১৩
তাড়াশে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকান ঘর ভাংচুর

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে মোটা অংকের  টাকা চাঁদা দাবী করে তা না পাওয়া এক ব্যবসায়ীর দোকান ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। 

সোমবার সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ বাজারে এ ভাংচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত দোকান মালিক পরিমল চৌধুরী জানান, নওগাঁ গ্রামের সন্তোষ ভৌমিকের ছেলে গৌর ভৌমিক, দুলাল ভৌমিক, গোপাল ভৌমিক সহ কয়েক জন মিলে ব্যবসায়ী ও দোকান মালিক পরিমল চৌধুরীর কাছে মোটা অংকের টাকা চাদাঁ দাবী করেন।

এদিকে তিনি অভিযোগ করে বলেন, সেই ধার্য্যকৃত চাদাঁর টাকা না পেয়ে তারা তার দোকানঘর ভাংচুর করে পুকুরে ফেলে দেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, দোকান ঘর ভাংচুরের বিষয়টি তিনি মৌখিকভাবে শুনেছেন। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(এমএস/এসপি/মার্চ ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test