E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে পুলিশ পরিচয়ে ছিনতাই, গণধোলাই

২০১৯ মার্চ ০৫ ১৫:৫৩:২৫
বরিশালে পুলিশ পরিচয়ে ছিনতাই, গণধোলাই

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পুলিশ পরিচয়ে ছিনতাইকালে দুই জন ভুয়া পুলিশকে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর বিএম কলেজ মসজিদ গেট এলাকায়।

আটককৃতরা হলো-নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার বাসিন্দা আলমগীর শেখের পুত্র ইমন শেখ (২৬) ও বিসিক রোড এলাকার বাসিন্দা আলম হাওলাদারের পুত্র শাহীন হাওলাদার (২৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বিএম কলেজের সামনে তিনজন কিশোরকে আটক করে পুলিশ পরিচয়ে তাদের (কিশোর) সাথে থাকা তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় ওই কিশোররা চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেয়। এ সময় আটককৃতরা নিজেদের পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাবি করেন। খবর পেয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশ ওই দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

কোতোয়ালী মডেল থানার এসআই মো. ইলিয়াস বলেন, আটককৃতরা চিহ্নিত ছিনতাইকারী। এ ঘটনায় মামলা দায়েরের পর আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

(টিবি/এসপি/মার্চ ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test