E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জকিগঞ্জের সর্দারখাঁ খাল খননে স্বপ্ন দেখছে কৃষকরা

২০১৯ মার্চ ০৫ ১৬:১৭:০৭
জকিগঞ্জের সর্দারখাঁ খাল খননে স্বপ্ন দেখছে কৃষকরা

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : জকিগঞ্জের সর্দার খাঁ খাল খননের ফলে স্বপ্ন দেখছে জকিগঞ্জের ৪ ইউনিয়নের কৃষকরা। সর্দার খাঁ খালটি খনন করায় এলাকার কৃষক কুলে খুশির বন্যা বইছে।

উপজেলার মানিকপুর, কসকনকপুর, সুলতানপুর ও বারঠাকুরী এ চার ইউনিয়নের একমাত্র পানি নিস্কাশনের একমাত্র রাস্তাটি হচ্ছে এই সর্দার খাঁ খাল। কয়েক যুগের পলি ভরাটসহ বিভিন্ন প্রাকৃতিক কারণে এক সময়ের বিশাল এ খালটি ভরাট হয়ে গেলে ৪টি ইউনিয়নের পানি নিস্কাশন মারাত্মকভাবে বিঘিœত হতে থাকে। সামান্য বৃষ্টির পানিতে কৃত্তিম বন্যার সৃষ্টি হয়ে যায়।

এলাকার হাজার হাজার একর আমন বোরো ফসল তলিয়ে যায় প্রায় প্রতিবছর। তাই এ খালটি খননের দাবী ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের। অবশেষে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সিলেট অঞ্চলের সেচ বিভাগের দৃষ্টি আকর্ষন হলে সিলেট জেলা শহর থেকে প্রায় শত কিলোমিটার দুরবর্তী সীমান্ত অঞ্চল জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের এওলাসার মৌজায় খালটি খননের প্রকল্প হাতে নিয়ে চলতি বছর ৩ কিলোমিটার মাটি কাজ করেছে। ২৮ লক্ষ ৪৫ হাজার ৬শত ২৫ টাকা ব্যয়ে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

এর ফলে অন্তত ৮ হাজার একর জমি নতুনভাবে বোরো ও আমন ফসল উৎপাদনের আওতায় আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ৪ ইউপি চেয়ারম্যানবৃন্দ। এলাকার নৌ চলাচলের সুযোগ হবে। কৃষক নৌপথে ফসল ঘরে তুলতে পারবে। শুস্ক মৌসুমে এ খালের পানি ব্যবহার করে বোরো ফসলও উৎপাদিত হবে বলে সিলেটের বিএডিসি সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রণজিৎ কুমার দেব জানিয়েছেন। জকিগঞ্জে ইতিপূর্বে সাদিখাল ও এওলাসারী গোপাট খনন কাজ করেছে বিএডিসি।

সরেজমিনে দেখা যায়, এসব প্রকল্প বাস্তবায়নে এলাকার জনস্বার্থ ও উৎপাদনে বিশেষ ভূমিকা রাখছে বিএডিসি সেচ বিভাগ। হাতিডহর গ্রামের সদরখাঁ খাল কৃষি উন্নয়ন সমবায় সমিতির প্রকল্প চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল বারী, সাধারণ সম্পাদক আবুল হোসেন জানান এ প্রকল্প বাস্তবায়নে আগামী এক বছরের মধ্যে কৃষি বিপ্লবে এলাকার চেহারা পাল্টে যাবে। এভাবে যদি পার্শ্ববর্তী পলি ভরাট জাড়া খাঁলটি খনন করা হয় ধান উৎপাদনে জকিগঞ্জের হাওর অঞ্চল আরোও একধাপ এগিয়ে যাবে।

(এসপি/এসপি/মার্চ ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test