E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উপজেলা নির্বাচন

মির্জাগঞ্জে ১১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল

২০১৯ মার্চ ০৬ ১৮:০৪:৩৩
মির্জাগঞ্জে ১১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বুধবার যাচাই-বাছাই শেষে ৪ জন প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল হয়েছে।

বাতিলকৃত ভাইস চেয়ারম্যান পদে মোঃ রফিকুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী মাহ্বুবা মোর্শেদা(রানু), আওয়ামীলীগ নেত্রী মোসাঃ ফারজানা ইসলাম ও মোসাঃ নাসরিন আক্তার রুবি রহমানের মনোনয়ন ফরম বাতিল হয়েছে বলে জেলা রিটানিং অফিসার সূত্রে জানা গেছে।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র বাছাই শেষে তাদের মনোনয়ন ফরম বৈধ হয়েছে। তারা হলেন-উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী আতাহার উদ্দিন আহম্মেদ(আওয়ামীলীগ মনোনীত), বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য খান মোঃ আবু বকর সিদ্দিকী,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও দেউলী সুবিদখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোবারক আলী মুন্সী এবং ন্যাশনাল পিপলস পার্টি থেকে মোঃ আঃ রাজ্জাক।

বৈধ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন-উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদার, মোঃ সাইফুল ইসলাম সোহাগ মৃধা, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, শ্রমিকলীগ নেতা মোঃ মাহাবুবুর রহমান ও মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আমির হোসেন সিকদার এবং বৈধ মহিলা ভাইস চেয়াম্যান প্রার্থীরা হলেন- মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি এ্যাডভোকেট আয়শা সিদ্দিকা ও বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা হাবিব।

(ইউজি/এসপি/মার্চ ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test