E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরার তালায় অগ্নিকাণ্ডে দোকান ও গুদামঘর ভষ্মীভুত

২০১৯ মার্চ ০৬ ১৮:১২:২২
সাতক্ষীরার তালায় অগ্নিকাণ্ডে দোকান ও গুদামঘর ভষ্মীভুত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আগুনে পুড়ে ভষ্মীভুত হয়েছে চারটি মুদি দোকান ও চারটি গুদাম ঘর। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার তালা উপজেলা সদরের কাঁচা মালের বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ।

তালা কাঁচা বাজারের নৈশ প্রহরী কাজী রফিকুল ইসলাম ও আবুল কাশেম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে টিপ টিপ করে বৃষ্টির পাশাপাশি তালা বিদে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ওয়াজ মাহফিল চলছিল। এমন সময় কাঁচা বাজারের শক্তি সাধু ও আব্দুল জলিলের মুদি দোকান থেকে আগুনসহ ধোঁয়া বের হতে থাকে। মাহফিলের মাইকের উচ্চ স্বরের কারণে তারা চিৎকার করলেও শোনা যাচ্ছিল না । ফলে ওই আগুন বিশ্বজিৎ সাধুসহ চারটি মুদি দোকান ও চারটি গুদাম ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার ব্রিগেড আসার আগেই ওইসব মুদি দোকান ও গুদাম ঘরের মালামাল পুড়ে ভষ্মীভুত হয়ে যায়। গুদাম ও দোকানগুলোতে চাল, ডাল, আটা, তেল, চা, বিস্কুটসহ নিত্যপ্রয়োজনীয় কয়েক লক্ষ টাকার মালামাল ছিল বলে জানান স্থানীয় ব্যবসায়ি ইলিয়াস হোসেন। মশার কয়েল অথবা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল আগুন লেগে কয়েকটি দোকান ও গুদাম ঘরের কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ভষ্মীভুত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে।

(আরকে/এসপি/মার্চ ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test