E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী জেসমিন গাঁজাসহ আটক

২০১৯ মার্চ ০৬ ১৮:২৩:২৪
সাতক্ষীরার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী জেসমিন গাঁজাসহ আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাত’শ গ্রাম গাজাসহ এক নারী মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব। বুধবার দুপুর একটার দিকে সাতক্ষীরা সদরের ঝাউডাঙা বাজারের নিজ বাড়ি থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির নাম জেসমিন নাহার (৪৩)। তিনি ঝাউডাঙা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী এক সময়কার দাপুটে বিএনপি নেতা আশরাফুল ইসলাম।

খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরার দায়িত্বে থাকা সহকারি পুলিশ সুপার বজলুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে বুধবার দুপুর একটার দিকে তার নেতৃত্বে র‌্যাব সদস্যরা ঝাউডাঙা বাজারের কুখ্যাত মাদক ব্যবসায়ি আশরাফুল ইসলামের বাড়িতে অভিযান চালান। এ সময় আশরাফুল বাড়িতে না থাকলেও তার স্ত্রী কমপক্ষে চারটি মাদক মামলার আসামী জেসমিন নাহারকে আটক করেন। তার স্বীকারোক্তি অনুযায়ি ঘরের মধ্যে রাখা একটি কৌটার মধ্য থেকে ৭০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

তিনি ক্ষোভের সঙ্গে বলেন, আশরাফুল ও তার স্ত্রী প্রতিনিয়তই স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষমাতসীন দলের নেতাদের সঙ্গে সভা ও সমাবেশ করে থাকেন। এ কারণে তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে।

ঝাউডাঙা বাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন জানান, আশরাফুল ও তার স্ত্রী জেসমিন নাহার এক সময়কার দাপুটে বিএনপি নেতা বলে পরিচিতি ছিল ঝাউডাঙা এলাকায়। ২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম সংসদীয় নির্বাচনে কৌশলে আওয়ামী লীগ প্রার্থী মীর মোস্তাক আহম্মেদ রবি এর সঙ্গে ছবি তুলে ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে তুলে ছড়িয়ে দিয়ে আওয়ামী লীগ বনে যান। একপর্যায়ে নির্বাচন পরবর্তী সময়ে সাতক্ষীরা ট্রাক ও ট্রাঙ্ক লরী শ্রমিক ইউনিয়নের এক নেতা জাকির হোসেন ওরফে কাজুর সঙ্গে সখ্যতা গড়ে তুলে ঝাউডাঙা ট্রাক ও ট্রাঙ্ক লরী শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক বনে যান। শ্রমিক নেতার প্রবাব খাটিয়ে আশরাফুল ইসলাম ২০১৫ সালের মে মাসে ঝাউডাঙা খাদ্যগুদামের জায়গা দখল করে জোরপূর্বক বাড়ি বানান।

বাজার কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর অভিযোগ করলে উপজেলা নির্বার্হী কর্মকর্তা সরেজমিনে ঘটনাস্থলে এসে সত্যতা খুঁজে পান। একপর্যায়ে উ জেলা সহকারি ভূমি কর্মকর্তা মনিরা পারভিন ওই ঘর ভেঙে দিয়ে সেখানে জেলা প্রশাসকের জায়গা বলে সাইন বোর্ড তুলে দেন। এরপরও আশরাফুল দম্পতি ক্ষমতাসীন দলের স্থানীয় কতিপয় নেতা ও ইউপি চেয়ারম্যানকে ম্যানেজ করে আবারো ঘর নির্মাণ করে সেখানে বহাল তবিয়তে মাদক ব্যবআ চালিয়ে যাচ্ছেন। তাদের সন্তান সবুজ হোসেন মাদক ব্যবসা করাকালিন এক বছর আগে বিদেশের মাটিতে পাড়ি জমান। আশরাফুলের বিরুদ্ধে সদর থানায় কমপক্ষে একডজনেরও বেশি মামলা রয়েছে বলে জানান তারা।

খুলনা র‌্যাব-৬ এর লেঃ কমাণ্ডার জাহিদ হোসেন বুধবার বিকেলে এ প্রতিবেদককে জানান, জেসমিনকে জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনে মামলা দিয়ে সদর থানার মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

(আরকে/এসপি/মার্চ ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test