E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে আইনশৃঙ্খলার চরম অবনতি, শংকিত সাধারণ মানুষ

২০১৪ জুলাই ২৩ ১৬:৫৪:১৩
চাটমোহরে আইনশৃঙ্খলার চরম অবনতি, শংকিত সাধারণ মানুষ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। পর পর ৪টি হত্যা, অপহরণ, ছিনতাই চাঁদাবাজি, চুরি মাদকব্যবসা আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ মানুষ জানমালের নিরাপত্তা নিয়ে আতংকিত হয়ে পড়েছে। ভীত সন্তন্ত্র হয়ে পড়েছে  সকল শ্রেণী পেশার মানুষ।

তবে কি আইন প্রয়োগকারী সংস্থা অপরাধীদের কাছে অসহায় হয়ে পড়েছে এ প্রশ্ন এখন সকলেরই। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উপর আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ।

চাটমোহর পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে আলোচিত কয়েকটি হত্যাকাণ্ড ভাবিয়ে তুলেছে মানুষকে। হঠাৎ করে কেন অশান্ত হয়ে রক্তাক্ত জনপদে রুপ নিল চাটমোহর! প্রকাশ্যে প্রশ্ন তুলছেন সকলেই। নারী, শিশুসহ একাধিক হত্যার পাশাপাশি ঘটছে হত্যা চেষ্টা, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, চুরি, জুয়া, মদ গাঁজার রমরমা ব্যবসা। দিনের বেলায় উপজেলা পরিষদ, হাসপাতাল, বাসাবাড়ি থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। যার কোন হদিস পুলিশ এখনো পায়নি।

জানা যায়, গত ৪ জুন উপজেলার ফৈলজানা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বর) ও উপজেলা শ্রমিক দলের নেতা ফারুক হোসেন (৩২) কে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ বিএনপি নেতা ও ফৈলজানা ইউপি চেয়ারম্যান শাহজাহান আলীসহ দু’জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।

একই মাসে ঘটে লোমহর্ষক নারকীয় হত্যাকাণ্ড। গত ২৫ জুন পৌর সদরের নতুন বাজার হাড়ান মোড়ের গ্রীস প্রবাসী ব্যবসায়ি আবুল হোসেনের ৪ বছরের শিশু আবদুল্লাহ আল নুর (জন্মসূত্রে গ্রীসের নাগরিক) কে অপহরণ করা হয়। অপহরণকারীরা নুরের বাবার কাছে মোবাইল ফোনে ১৫ লক্ষ টাকা মুক্তিপন দাবি করেন। ২৭ জুন নুরের দুই হাত বিচ্ছিন্ন ও মাথা বিহীন লাশ প্যাকেটে মোড়ানো অবস্থায় ভাদড়া প্রাইমারী স্কুল মাঠের পাশ থেকে উদ্ধার করে পুলিশ। এর একদিন পর (২৮ জুন) নুরের শরীর থেকে বিচ্ছিন্ন মাথাটি পাওয়া যায় নুরের বাড়ি থেকে মাত্র কয়েক গজ দূরে ছোটশালিখা এলাকায়। এ ঘটনার সাথে জড়িত ওই বাড়ির ভাড়াটিয়া সোহেল বিশ্বাস, তার স্ত্রী আজিজা আখতার রুপাসহ ৭জনকে গ্রেফতার করে পুলিশ। আদালতে সোহেল হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয় বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মঈনুদ্দীন। শিশু নুর অপহরনের পর হত্যা করে তিন টুকরো করে বিভিন্নস্থানে ফেলে দেয়ার ঘটনা চাটমোহরের মানুষকে কাঁদিয়েছে।

অবুঝ শিশু নুরের রক্তের দাগ না শুকাতেই সর্বশেষ চাটমোহরের বিশিষ্ট ব্যবসায়ি মেসার্স সাহা ট্রের্ডিং কর্পোরেশনের মালিক প্রণব সাহা ১৫ জুলাই রাত ৯ টার দিকে পৌর এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর বটতলা এলাকায় নৃশংসভাবে খুন হন। গুরুতর আহত অবস্থায় তার ব্যবসা প্রতিষ্ঠানের দু’জন কর্মচারীকে উদ্ধার করে পুলিশ চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্বৃত্তরা নিয়ে যায় একটি পালসার মোটর সাইকেল, নগদ টাকা ও ৩টি মোবাইল সেট। পুলিশ বলছে এটা ছিনতাইয়ের ঘটনা। এ ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। চাটমোহর অষ্টমনিষা সড়কের পৈলানপুর বটতলা এলাকায় আগেও মোটর সাইকেল ছিনতাই, নগদ ৭ লক্ষ টাকা ডাকাতি, সিএনজি অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

দু’টি হত্যার ঘটনা থেকে জানা যায়, পুলিশ আগে থেকেই জানতো ফারুক হোসেনকে হত্যা বা নুরকে অপহরণের হুমকি আসছে। ফারুক হোসেন ও নুরের বাবা চাটমোহর থানা ও পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করে জিডিও করেছিলেন। তাই পুলিশ এগুলোকে খুব একটা আমলে নিয়েছেন বলে ঘটনার পরস্পরায় মনে হয়নি বলে নিহতের পরিবারের দাবি।

এছাড়া গত বছর রমজান মাসে ২০১৩ সালের ১ আগস্ট সন্ধ্যা বেলায় পৌর এলাকার দোলবেদীতলাস্থ ‘সন্দ্বীপ জুয়েলার্স’ এ অস্ত্রের মুখে ও বোমা ফাটিয়ে জুয়েলার্সের মালিক সন্দ্বীপ কর্মকারসহ তার কর্মচারীকে অস্ত্রাঘাতে আহত করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়। ঘটনার এক বছর পার হলেও মামলাটি এখনও আলোর মুখ দেখেনি।

এ ঘটনার কদিন পর ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর পৌর এলাকার আফ্রাতপাড়া মহল্লায় নিজের বেড রুমে নির্মমভাবে খুনের শিকার হন প্রবাসীর স্ত্রী গৃহবধু মর্জিনা খাতুন। পুলিশ এ হত্যাকাণ্ডের মোটিভ আজো উদঘাটন করতে পারেনি। সন্দেহজনকভাবে কজনকে গ্রেফতার করলেও তাদের অনেকেই জামিনে রয়েছে।
তাছাড়া ২০১৩ সালের ৫ নভেম্বর মাঝরাতে বাসষ্ট্যান্ডস্থ নিজ বাড়ির সামনে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক শেখ সালাহ উদ্দিন ফিরোজ। চিহ্নিত সন্ত্রাসীরা ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। ভাগ্যক্রমে সে প্রাণে বেঁচে যায়। চলতি বছর ৪ মার্চ জোনাইল হাট থেকে বাড়ি ফেরার পথে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের গাবতলা এলাকায় চিহ্নিত ছিনতাইকারীরা অস্ত্রের মুখে সিএনজি থেকে নামিয়ে প্রবীণ ব্যবসায়ি ও চাটমোহর ব্যবসায়ি সমিতির সাবেক সহ সভাপতি কানাই লাল কুণ্ডুকে রক্তাক্ত জখম করে টাকা পয়সা ছিনিয়ে নেয়। এ ঘটনায় আসামীদের নাম প্রকাশ করা হলেও অজ্ঞাত কারণে তারা গ্রেফতার হয়নি।

এছাড়াও বিগত যে কোনো সময়ের চেয়ে বর্তমানে চাটমোহর পৌরসদর সহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য অবাধে ছড়িয়ে পড়ায় মাদকাসক্তদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, একই তালে বৃদ্ধি পেয়েছে ছোট বড় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। মাদকের নিল থাবায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলেছে বলে সচেতন মহল মনে করেন।
মাদক বাণিজ্য নির্মূল এবং সংঘটিত বিভিন্ন অপরাধগুলো দ্রুত কার্যকরী তদন্ত সাপেক্ষে যথাযথ চার্জশীট প্রদানের মাধ্যমে অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া চাটমোহর উপজেলার বিভিন্ন স্থানে জমজমাটভাবে মাদকের ব্যবসা চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হরিপুর ইউনিয়নের আবদালপাড়ার মদন হোসেনের স্ত্রী চিহ্নিত মাদক ব্যবসায়ি মোমেনা খাতুন, একই গ্রামের মোসলেম উদ্দিন, মূলগ্রাম ইউনিয়নের রেলবাজার এলাকার মাদক সম্রাট ফজলুর রহমান ওরফে ঘোড়া ফজলু, মথুরাপুর ইউপির বাহাদুরপুর গ্রামের গোলজার হোসেন, নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুরের ইদ্রিস আলী ওরফে ইদ্দি, সমাজ বাজারের হযরত আলী, বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামের ওয়াহাব আলী, পৌর এলাকার বালুচর মহল্লার আছাদুল ইসলাম। এছাড়া ছড়িয়ে ছিটিয়ে প্রশাসনের চোঁখকে ফাঁকি দিয়ে মদ, গাঁজা, হোরোইন, ইয়াবার ব্যবসা করছেন। এতে দিন দিন এলাকায় মাদকসেবীর সংখ্যা যেমন বাড়ছে তেমনি অসামাজিক কার্যকলাপও বৃদ্ধি পাচ্ছে। এরমধ্যে কুবিরদিয়া গ্রামটি ‘মাদকপল্লী’ হিসেবে খ্যাত। এখানে হাত বাড়ালেই যে কোন মাদক পাওয়া যায় বলে জনশ্রুতি আছে। দু’চারজনকে পুলিশ ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করে। জেল-জরিমানার শেষ করে মাদক ব্যবসায়িরা আবারও ফিরে পুরনো পেশায়।

এ ব্যাপারে ওসি (প্রশাসন) সুব্রত কুমার সরকার জানান, ফারুফ ও নুর হত্যাকাণ্ডের বিষয়ে আমরা ৮০% কাজ হয়েছে। ঘটনার পর অভিযান চালিয়ে দোষীদের গ্রেফতার করা হয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দিয়েছে আসামীরা। তিনি আরো বলেন, সবশেষ ব্যবসায়ি প্রণব হত্যায় জড়িতদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে জানান। হত্যার মোটিভ বের করতে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

(এসএইচ/জেএ/জুলাই ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test