E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীবরদীতে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

২০১৯ মার্চ ০৭ ১৫:২৬:০৯
শ্রীবরদীতে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

শেরপুর  প্রতিনিধি : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় অস্ত্র সহ দুলাল (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ। এসময় ৭০ পিস ইয়াবা, একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ও দুটি ম্যাগজিন সহ মাদক ব্যবসায়ী দুলালকে আটক করা হয় ।

দুলাল শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর মোদকপাড়া গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে।

এই অভিযান পরিচালনার সময় মাদক ব্যবসায়ী দুলালের সহযোগীদের হামলায় আহত হয়েছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন তালুকদার সহ শ্রীবরদী থানার আরও দুই পুলিশ সদস্য।

মঙ্গলবার রাত ৯:৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন তালুকদারের নেতৃত্বে একটি আভিযানিক দল উপজেলার ঝগড়ারচর এলাকায় মাদক উদ্ধার অভিযানে যায়। এসময় সেখানে অবস্থানরত মাদক ব্যবসায়ীরা চড়াও হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে অভিযানের নেতৃত্বে থাকা শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ আরো দুই পুলিশ সদস্য আহত হয়। একপর্যায়ে ওসি রুহুল আমীন তালুকদারের নেতৃত্বে পুলিশের চৌকশ অভিযানিক দলটি দুলালকে ৭০ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় । পরে তার স্বীকারোক্তিতে তার বাড়ির বিছানার বালিশের নীচ থেকে উল্লেখিত পিস্তল , ৮ রাউন্ড গুলি ও ম্যাগাজিন দুটো উদ্ধার করা হয়। এ ব্যাপারে দুলাল ও তার সহযোগীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।

বুধবার শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ বিল্লাল হোসেন প্রেসব্রিফিং করে গণমাধ্যম কর্মীদের কাছে এসব তথ্য জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন তালুকদার, শ্রীবরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ভুইয়া প্রমুখ ।

(এসআর/এসপি/মার্চ ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test