E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে ভূমি অফিস নির্মাণে বাধা, স্থানীয়দের বিক্ষোভ

২০১৯ মার্চ ০৭ ১৬:০৫:১২
তাড়াশে ভূমি অফিস নির্মাণে বাধা, স্থানীয়দের বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে বারুহাস ইউনিয়ন ভূমি (তহশীল) অফিস নির্মাণে রফিকুল ইসলাম ও ওয়াদুদ আলী নামে দুই প্রভাবশালী বাধা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নির্মাণাধীন অফিসের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।  

বিক্ষোভের নেতৃত্বদানকারী বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন, ইউপি সদস্য ফরিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান বলেন, এসএ রেকর্ডে সম্পত্তির মালিক বস্তুল গ্রামের গিরি সরদারের ছেলে শ্রী মধু সরদার, যাদু সরদার ও রমনী সরদার , ১৯৬৯ ইং সালে তৎকালীন বস্তুল তহশীল অফিসের নামে ৪৯৭০ নং দলিল মূলে ২৯ শতক জায়গা দান করেন।

এরপর ১৯৮০ সালে বাংলাদেশ সরকারের পক্ষে সিরাজগঞ্জের ডেপুটি কমিশনারের নামে আরএস রেকর্ডে ১নং খাস খতিয়ান হিসাবে চুড়ান্তভাবে লিপিবদ্ধ হয়। অথচ বস্তুল গ্রামের রফিকুল ইসলাম গং ও ওয়াদুদ আলী পরবর্তীতে তহশীল অফিসের নামে দান করা ওই জায়গা ভুয়া দলিল করে নিজেদের বলে দাবি করেন। বিক্ষোভকারীরা আরও বলেন, ওই দুই প্রভাবশালী তহশীল অফিস নির্মাণে নানাভাবে বাধা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। ইতোমধ্যে তহশীল অফিসের ওই সম্পত্তি নিজেদের দাবি করে আদালতে পৃথক দুটি মামলাও করেছেন।

এদিকে বারুহাস ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা মুস্তাগীর কবির অভিযোগ করে বলেন, ৪৯ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের কাজ বাস্তবায়ন করছে জেলা গণপূর্ত বিভাগ। আগামী মে মাসের মধ্যে যথারীতি কাজ শেষ করার কথা রয়েছে। অথচ ভুয়া দলিল বলে মামলা-হামলার ভয় দেখিয়ে ওই দুই প্রভাবশালী তহশীল অফিস নির্মাণে বাধা দেয়ার চেষ্টা করছে।

তবে অভিযুক্ত রফিকুল ইসলাম ও ওয়াদুদ আলী তহসিল অফিস নির্মাণে বাধা দেয়ার কথা অস্বীকার করে বলেছেন, ওই সম্পত্তি নিয়ে আদালতে মামলা রয়েছে। আদালত যে রায় দেন তারা মেনে নেবেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ইফ্ফাত জাহান বলেন, বারুহাস ইউনিয়ন তহশীল অফিসের নির্মাণের ক্ষেত্রে নিয়মানুযায়ী সবকিছু যাচাই-বাছাই করে সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এরপর দরপত্র আহবান করে ঠিকাদারের মাধ্যমে নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

(এমএস/এসপি/মার্চ ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test