E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে একজন নারীর ভূমিকা ছিল’

২০১৯ মার্চ ০৮ ১৮:০৫:১২
‘খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে একজন নারীর ভূমিকা ছিল’

নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, টঙ্গিপাড়ার সেই খোকা ক্রমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে জাতির জনক হয়ে ওঠার পেছনে একজন নারীর ভূমিকা ছিল। সেই নারী বেগম ফজিলাতুননেছা মুজিব। তাঁরই অনুপ্রেরণায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশনায়ক হয়ে উঠেছিলেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, নারীকে শুধু নারী হিসেবে দেখলেই চলবেনা। তাদেরকে মানুষ হিসেবে শ্রদ্ধার চোখে দেখতে হবে। বাংলাদেশের নারীর ক্ষমতায়ন এখন বিশ্ব স্বীকৃত। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারনে এবং তাঁর সুদুরপ্রসারী দৃষ্টিভঙ্গি এ দেশের নারীদের যুগান্তকারী পরিবর্তন হয়েছে। এ ক্ষেত্রে তিনি উল্লেখ করেন, প্রতিটি পরিবার থেকে নারীদের মুল্যায়ন করতে হবে। তাহলেই সমাজে নারীর প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হবে।

খাদ্যমন্ত্রী আরো বলেন, প্রতিটি ধর্মেই নারীদের সন্মান দেয়া হয়েছে। সব ক্ষেত্রেই নারীদের ভুমিকা গঠনমুলক। কাজেই এখন বাংলাদেশে নারী নেতৃত্বের বিকাশ শুরু হয়েছে। সকল ধর্মান্ধতা এবং কুসংস্কার থেকে বেরিয়ে এসে নারীদের সঙ্গে নিয়ে দেশকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে সচেতনতার কোন বিকল্প নাই। পাশাপাশি নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁদের নিজেদের অধিকার সম্পর্কে অবহিত হতে হবে।

নওগাঁ পিটিআই চত্বরে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিবুল আকতার। অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহনাজ বেগম এবং জেলা পরিষদের সদস্য পারভীন আকতার বক্তব্য রাখেন।

অপরদিকে পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশ নারী কল্যান সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়। নির্বাচন কমিশনার কবিতা খানম এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ উপলক্ষে এক আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এবং পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন পিপিএম।

(বিএম/এসপি/মার্চ ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test