E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বর্ষিজোড়া ইকো পার্ককে সাফারি পার্ক করা হবে 

২০১৯ মার্চ ০৯ ১৭:৩৬:১৩
বর্ষিজোড়া ইকো পার্ককে সাফারি পার্ক করা হবে 

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : বন পরিবেশ ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাবউদ্দিন এমপি বলেছেন, শুধু পলিথন নয়। পুরো পরিবেশেরই বিপর্যয় ঘটছে। আমরা এই পরিবেশ বিপর্যয় রোধে সব ধরণের পরিকল্পনা গ্রহণ করেছি। গাছ চুরাই ও বন উজাড় নিয়ে কঠোর ব্যবস্থা এবং অতি শীগ্রই তা কার্যকর করা হবে।

শনিবার (৯মার্চ) দুপুরের দিকে মৌলভীবাজার বর্ষিজোড়া ইকোপার্ক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, লাউয়াছড়া ন্যাশনাল পার্ক, বর্ষিজোড়া ইকোপার্কসহ দেশে যত বন রয়েছে তার উন্নয়নে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। মৌলভীবাজারের শহরের অতিনিকটে বর্ষিজোড়া ইকোপার্ক রয়েছে সেটাকে আমরা সাফারী পার্কে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করছি। শিগগিরই তদন্ত কমিটি পাঠাবো।

তিনি বলেন লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে যে ট্রেন ও সড়ক পথ গিয়েছে সেখানে প্রাণী মৃত্যুর রোধে পদক্ষেপ গ্রহণ করা হবে। ঢাকা সিলেট রেলপথ নিয়ে যে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেখানেও আমরা এই রেলের পথ পরিবর্তনের চেষ্টা করব। যদি সম্ভব না হয় তা হলে আমরা সড়ক পথ বন্ধ অথবা দুই পাশে কাটাতারের ব্যবস্থা করবো।

ইকোপার্ক পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন মৌলভাবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ রুকনউদ্দিন আহমদ, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেট বিভাগীয় কর্মকর্তা আবু মোছা মুহিত চৌধূরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাধা পদ দেব সজল প্রমুখ।

পরে বন মন্ত্রী বন বিভাগের সাথে মতবিনিময় করেন এবং মৌলভীবাজার পৌরসভা আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন।

(একে/এসপি/মার্চ ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test