E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় পল্লী বিদ্যুত সংযোগে অর্থ আদায়ের অভিযোগ

২০১৯ মার্চ ১০ ১৬:৩৫:৪০
কেন্দুয়ায় পল্লী বিদ্যুত সংযোগে অর্থ আদায়ের অভিযোগ

গৌরীপুর প্রতিনিধি : সারাদেশে যখন চলছে ফেরি করে ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহের কাজ তখন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি গ্রামের পশ্চিম পাড়ায় পল্লী বিদ্যুতের লাইন স্থাপনের কথা বলে চলছে অর্থ আদায়। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা যায়, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মাস্টারপ্লান অনুযায়ী কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি গ্রামের পশ্চিম পাড়ায় পল্লী বিদ্যুতের লাইন স্থাপন ও সংযোগ প্রদানের দরপত্র গৃহীত হয়। বেখৈরহাটি গ্রামের মৃত আঃ হামিদের পুত্র মোঃ নজরুল ইসলাম দ্রুত সময়ে বিদ্যুত লাইন স্থাপন ও সংযোগ প্রদানের কথা বলে মিটার প্রতি ২৫০০/= (দুই হাজার পাঁচশত) টাকা করে আদায় করে।

তিনি নিজেকে ওই কাজের নির্বাচিত ঠিকাদারের শ্যালক পরিচয় দেন এবং জানান, ঠিকাদারকে মালামাল আনার খরচের টাকা দিতে হবে। যারা টাকা দিবে না তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে না। কিন্তু টাকা দেয়ার পর এক বছর পেরিয়ে গেলেও বিদ্যুৎ লাইন স্থাপন এখনও শুরু হয়নি। ফলে সরকারের শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কার্যক্রম ব্যহত হচ্ছে। এ বিষয়ে এলাকাবাসী নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর একটি অভিযোগ দায়ের করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জানান, অভিযোগটি তদন্ত চলছে।

মোঃ নজরুল ইসলাম টাকা নেয়ার কথা অস্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত হয়েছে, তারাই বলতে পারবেন।

(এস/এসপি/মার্চ ১০, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test