E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

২০১৯ মার্চ ১০ ১৬:৫৩:৫৫
ঈশ্বরদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’- এই শ্লোগাণকে প্রতিপাদ্য করে ঈশ্বরদীতে জাতীয় দুর্যোাগ প্রস্তুতি দিবস’ ২০১৯ উদযাপিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার উপজেলা প্রশাসেনর আয়োজনে ঈশ্বরদী পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ে র‌্যালি, আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক জমসেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল লতিফ, সমাজসেবা অফিসার মাসুদ রানা, পরিসংখ্যান অফিসার আব্দুল হান্নান, সমবায় অফিসার আমজাদ হোসেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর ষ্টেশন অফিমান ছাব্বির আহম্মেদ প্রমুখ । সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী মনিরুজ্জামান।

আলোচনা শেষে ফায়ার সিভিল ডিফেন্স সার্ভিসের কর্মীরা শিক্ষার্থিদের অগ্নিকান্ড ও ভুমিকম্প মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন।

(এসকেকে/এসপি/মার্চ ১০, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test