E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডুবোচরের কারণে দৌলতদিয়া ঘাটে ফেরিসার্ভিস ব্যাহত

২০১৪ জুলাই ২৩ ১৭:৫০:১১
ডুবোচরের কারণে দৌলতদিয়া ঘাটে ফেরিসার্ভিস ব্যাহত

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : নদীতে প্রচন্ড স্রোত ও ঢেউয়ের পাশাপাশি চ্যানেলে অসংখ্য ডুবোচর সৃষ্টি হওয়ায় দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসার্ভিস ব্যাহত হচ্ছে।

বুধবার সকালে ছোটবড় চব্বিশটি বিভিন্ন গাড়িবোঝাই ফেরি বীরশ্রেষ্ট মতিউর রহমান ডুবোচরে আটকা পড়ে। পরে উদ্ধারকারি একটি আইটি জাহাজ এসে আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর ১২টার দিকে ফেরিটি উদ্ধার করে। এদিকে ফেরিসার্ভিস ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ঘাটে নদীপারের অপেক্ষায় আটকা পড়ে বিভিন্ন পণ্য বোঝাই কয়েক শ ট্রাক।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়াঘাট ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, বর্তমান নদীতে প্রচন্ড স্রোত ও ঢেউ বইছে। এতে ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। পাশাপাশি নৌচ্যানেলে অসংখ্য ডুবোচর সৃষ্টি হওয়ায় সেখানে চলাচলকারি অনেক ফেরি প্রায়ই ডুবোচরে আটকা পড়ছে।

এদিকে বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগ সূত্রে জানা যায়, তীব্র স্রোতের টানে উজান থেকে ভেসে আসা পলি ও বালু জমে নৌপথের মূল চ্যানেলটি প্রায় ভরাট হয়ে গেছে। পাশাপাশি সেখানে বেশকিছু ডুবোচরের সৃষ্টি হয়েছে। তবে গুরুত্বপূর্ণ এই নৌপথ সচল রাখতে দৌলতদিয়া চ্যানেলের ভাটিতে নতুন একটি বিকল্প চ্যানেল তৈরীর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী দু’এক দিনের মধ্যে চ্যানেলটির খননকাজ শেষ হবে। এদিকে ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ডুবোচর অপসারণ করে নৌপথের নাব্যতা দ্রুত ফিরিয়ে আনা না হলে আসন্ন ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে স্বাভাবিক ফেরিপারাপার বিপর্যয়ের মুখে পড়বে।

বিআইডব্লিউটিসির সহকারি মহা ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, ‘ছোটবড় মোট ১৮টি ফেরি থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এখন ফেরির কোন সংকট নেই। তবে নদীতে তীব্র স্রোত ও ডুবোচরের কারণে স্বাভাবিক ফেরিসার্ভিস ব্যাহত হওয়ায় বুধবার সকাল থেকে উভয় ঘাটে বেশকিছু গাড়ি আটকা পড়ে আছে।’

(জিএইচপি/এটিআর/জুলাই ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test