E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আত্রাই উপজেলা নির্বাচন

দিন যতই ঘনিয়ে আসছে ভোটের আমেজ ততই বাড়ছে

২০১৯ মার্চ ১০ ১৭:০৩:৩০
দিন যতই ঘনিয়ে আসছে ভোটের আমেজ ততই বাড়ছে

নওগাঁ প্রতিনিধি : আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে নওগাঁর আত্রাইয়ের প্রতিটি জনপদ সরগরম হয়ে উঠেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ভোটের আমেজ ততই বাড়ছে। চারিদিকে বিরাজ করছে সাজ সাজ রব। 

পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে উপজেলার প্রতিটি এলাকা। প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে চায়ের ষ্টল, হোটেল, রেস্তোরাসহ প্রতিটি দোকান। লিফলেট হাতে কাক ডাকা ভোর থেকে মধ্য রাত পর্যন্ত চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। নির্ঘুম রাত জেগে প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে প্রতিটি জনপদ।

চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পদচারণায় এখন ঘুম ভাঙ্গছে ভোটারদের। ভোর হলেই কড়া নাড়ছেন প্রার্থীরা। মনে হয় ভোটার ও প্রার্থীর মধ্যে আছে আত্মীয়তার বন্ধন, যা অটুট রাখতে মরিয়া প্রার্থীরা। প্রশ্ন এখন শুধু একটাই কে পাচ্ছেন বিজয়ের মুকুট।

এই উপজেলায় নির্বাচনে রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়াও জাতীয় পাটি, জাকের পাটি মাঠে রয়েছে। সব প্রার্থীদের প্রতীকের প্রচার-প্রচারণায় মুখর এই জনপদের অলিগলি। সব জায়গাতেই বইছে নির্বাচনী আমেজ।

আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান। আনারস প্রতীক নিয়ে লড়ছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান পলাশ, তিনি পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক। অপরদিকে, উপজেলা জাতীয় পার্টির বিথীন্দ্র নাথ সাহা লাঙ্গল প্রতীক নিয়ে ও জাকের পাটির নেতা রবি রায়হান গোলাপ ফুল মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্ব্িদ্বতা করছেন।

ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, চশমা প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা যুবলীগের সভাপতি শেখ হাফিজুল, টিয়া পাখি প্রতীক নিয়ে লড়ছেন স্বপন কুমার দত্ত, বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস ছালাম ও টিউবওয়েল প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, হাঁস মার্কা প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা শামসুন নাহার, প্রজাপতি প্রতীক নিয়ে লড়ছেন মোছা. শামীমা আরা বেগম, ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন ফেরদৌসী জেলী ও সেলাই মেশিন নিয়ে লড়ছেন রওশন আরা পারভীন।

এই উপজেলায় তিন পদে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, জাতীয় পাটি, জাকের পাটি ও স্বতন্ত্রসহ ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। আত্রাই উপজেলার ৮ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৮ জন।

(বিএম/এসপি/মার্চ ১০, ২০১৯)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test