E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে তিন দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

২০১৯ মার্চ ১০ ১৭:০৭:১৬
টাঙ্গাইলে তিন দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : গ্রেডে বেতন নির্ধারণের দাবি বাস্তবায়নসহ তিন দফার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পিটিআই’র ডিপিএড’র প্রশিক্ষণার্থীবৃন্দ ও সরকারি প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ।

রবিবার (১০ মার্চ) সকালে জেলার প্রাইমারী টিচার্স ট্রেনিং সেন্টারের (পিটিআই) সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক নাজমুল হুদা, কামরুন্নাহার মুন্নি, আল মামুন, রেজাউল করিম, আব্দুল জলিল, মাকসুদ খান, আব্দুল আলিম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বে মাথা উচু করে দাড়িয়েছে। শেখ হাসিনা মমতাময়ী মা। সেই মায়ের কাছে আমাদের দাবি গুলোর বাস্তবায়ন চাই। দাবিগুলো মেনে নেওয়ার জোর দাবি জানান বক্তারা।

এসময় জেলার প্রায় ৫ শতাধিক শিক্ষক এ মানববন্ধনে অংশ নেন।

পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট তাদের দাবি নিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

তিন দফা দাবিগুলো হলো, প্রশিক্ষণ প্রাপ্ত প্রধান শিক্ষকদের একধাপ নিচে প্রশিক্ষণ প্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ, অর্থাৎ প্রশিক্ষণ প্রাপ্ত প্রধান শিক্ষকদের ১০ম ধাপ দেওয়া হলে প্রশিক্ষণ প্রাপ্ত সহকারী শিক্ষকদের ১১ তম ধাপ নির্ধারণ করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি না করে অফিস করণিক/অফিস সহকারী পদ সৃষ্টি করা, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ২য় শ্রেণীর মর্যাদা প্রদান।

(আরকেপি/এসপি/মার্চ ১০, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test