E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১১তম গ্রেডের দাবিতে নাগরপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

২০১৯ মার্চ ১০ ১৮:৪৪:৪৬
১১তম গ্রেডের দাবিতে নাগরপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জাতীয় কাঠামোর ১১তম গ্রেডে বেতন ভাতার দাবিতে রবিবার (১০ মার্চ) টাঙ্গাইলের নাগরপুরের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছে।

উপজেলা প্রাথমিক কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলা চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে উপজেলার সহকারী শিক্ষকরা।

মানববন্ধন কর্মসূচিতে সহকারী শিক্ষকদের ১১তম বেতন গ্রেডের যৌক্তিকতা ও ন্যায্য তা নিয়ে বক্তব্য রাখেন শিক্ষক নেতারা।

মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের প্রতিশ্রুতি দেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও বিভিন্ন অনুষ্ঠানে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকদের পরের গ্রেডে বেতন দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু হঠাৎ করে কর্তৃপক্ষ নতুন করে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করে তাদের ১১ তম এবং সহকারী শিক্ষকদের ১২ তম গ্রেডে বেতনের প্রস্তাব নীতিগতভাবে চূড়ান্ত করেছেন। এরফলে বেতন বৈষম্য দূর না হয়ে বরং তা চিরস্থায়ী হতে যাচ্ছে। মানববন্ধনে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন এবং নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতি পূরণে প্রধান শিক্ষকের ঠিক পরের ধাপে ১১ তম গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক কল্যাণ সমিতির সভাপতি আহসানুল ইসলাম (মুকুল), সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ন সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সহকারী শিক্ষিকা তৌহিদা বুলবুল প্রমুখ।

(আরএসআর/এসপি/মার্চ ১০, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test