E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রাজারহাট উপজেলা নির্বাচন

চেয়ারম্যান জাহিদ-ভাইস চেয়ারম্যান আশিকুল-মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন 

২০১৯ মার্চ ১১ ১৬:২৪:১৫
চেয়ারম্যান জাহিদ-ভাইস চেয়ারম্যান আশিকুল-মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের রাজারহাটে সামান্য তুচ্ছ ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি সন্তোসজনক বলে প্রিজাইডিং অফিসাররা দাবি করে। ভোটাররা এবার স্বতস্ফূর্তভাবে ভোট প্রয়োগ করেছেন বলে একাধিক ভোটারদের সাথে কথা বলে জানা গেছে। বিকাল ৪টা থেকে প্রতিটি কেন্দ্রে ভোট গণণা শুরু হয়। 

উপজেলা নির্বাচন কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে রংপুর মহানগর আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও চাকিরপশার ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পী (মটরসাইকেল) ৪৬ হাজার ৬৬৫ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান (নৌকা) ২৬হাজার ৮৮ ভোট পেয়েছে।

এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুল ইসলাম মন্ডল সাবু (মাইক) ৩০ হাজার ৫০১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধী চাকিরপশার ইউনিয়ন যুবলীগের সভাপতি অজয় কুমার সরকার (চশমা) ২৭হাজার ৯৭০ ভোট পেয়েছে। ভাইস চেয়ারম্যান (মহিলা) যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিকের সহধর্মিনী ইয়াসমিন বেগম (ফ্যান) ২৩ হাজার ২২০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্ধী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রমজান আলী সিকদারের সহধর্মিনী রত্না সিকদার (কলস) ১৯হাজার ৭২৪ ভোট পেয়েছে । এবারে উপজেলার ৭টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪২ হাজার ৩৭১ জন। এর মধ্যে প্রায় ৭৫ হাজার ভোটার এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছে বলে নির্বাচন কন্ট্রোলরুম জানান।

এদিকে রাজারহাট উপজেলায় ৬০টি কেন্দ্রে ৬০ জন প্রিজাইডিং অফিসার, ৪০৫ জন সহকারী প্রিজাইডিং এবং ৮১০ জনকে পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয়। ৬০ কেন্দ্রে মোট ৪০৫টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ৪ প্লাটুন বিজিবিসহ পুলিশ-র‌্যাব ও আনসার-ভিডিপির প্রায় সাড়ে ৮০০ সদস্যকে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ-র‌্যাব ও বিজিবি’র স্ট্রাইকিং ফোর্স ৪ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৪টি টিম উপজেলা জুড়ে টহলে থাকার কথা নিশ্চিত করেছেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুহ: রাশেদুল হক প্রধান।

(পিএমএস/এসপি/মার্চ ১১, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test