E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

২০১৯ মার্চ ১১ ১৭:৪৩:৩৫
সাতক্ষীরায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামি পিকআপের ধাক্কায় প্রথশ শ্রেণীর এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের সখীপুর কেবিএ ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ক্ষুব্ধ জনতা একটি পিকআপ ভাঙচুর করে এক ঘণ্টা সড়ক অবরোধ করে।

নিহত স্কুল ছাত্রীর নাম জ্য্যেতি খাতুন (৮)। সে দেবহাটা উপজেলার সখীপুর গ্রামের হুমায়ুন কবীর গাজীর মেয়েও সখীপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

বীথি খাতুন জানায়, যমজ বোন জ্য্যেতি খাতুনের সঙ্গে সে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে স্কুলে যাওয়ার জন্য কেবিএ ডিগ্রী কলেজের সামনে রাস্তা পার হচ্ছিল। এ সময় সাতক্ষীরা থেকে কালিগঞ্জগামি একটি দ্রুতগামি পিকআপ তার বোন জ্যেতিকে ধাক্কা মারে। এতে মাআত্মক জখম হয়ে রক্তক্ষরণ জনিত কারণে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘাতক পিকআপটি পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সখীপুর গ্রামের বাবলা গাজী, সামছুর রহমানসহ কয়েকজন জানান, পিটকআপের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়রা একটি পিকআপ ভাঙচুর করে রাস্তার উপর ট্রাক আড় করে দিয়ে সড়ক আবরোধ করে। সখবর পেয়ে থানাপ ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহাসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে দোষী পিক আপ চালককে গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলে সাড়ে নয়টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যান চলাচল স্বাভাবিক রয়েছে। লাশ উদ্ধার করে তানায় নেওয়া হয়েছে। ঘাতক পিকআপ ও তার চালককে আটকের চেষ্টা চলছে।

(আরকে/এসপি/মার্চ ১১, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test