E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজারহাট উপজেলা চেয়ারম্যান আবুল হাসেমের ইন্তেকাল

২০১৯ মার্চ ১২ ১৬:৩২:২২
রাজারহাট উপজেলা চেয়ারম্যান আবুল হাসেমের ইন্তেকাল

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেম গত ১১মার্চ সোমবার রাত সোয়া ১০ টায় তার নিজ বাস ভবন সুখদেব গ্রামে ইন্তেকাল করেছেন( ইন্নানিল্লাহি........রাজেউন)। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল(৭১) বছর। তিনি স্ত্রী, ২পুত্র, ৩কন্যা, জামাতা, নাতি-নাতিনী, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সার রোগে ভূগছিলেন।

১২ মার্চ মঙ্গলবার দুপুরে তাঁর প্রথম জানাজা রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও দ্বিতীয় জানাজা সুখদেব ফাজিল মাদরাসায় অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তিনি পর পর ৩বার বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শেষে ৪র্থবার রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহম্মেদ, জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন, কুড়িগ্রাম পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা বিএনপির ১নং যুগ্ন আহবায়ক সোহেল হোসাইন কায়কোবাদ, রাজারহাট উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জাহিদ সোহবাওয়ার্দ্দী বাপ্পী, উপজেলা নির্বার্হী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান, থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব চাষী আব্দুস ছালাম মাষ্টার ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান, সাধারণ সম্পাদক সহিদুল ইসলামসহ বিএনপির অঙ্গ সংগঠন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

(পিএমএস/এসপি/মার্চ ১২, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test