E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গরুর সাথে এ কেমন শত্রুতা!

২০১৯ মার্চ ১২ ১৭:০৫:০২
গরুর সাথে এ কেমন শত্রুতা!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলায় দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে একটি গোয়ালঘরসহ দুটি গরু, দুটি খড়ের গাদা ও একটি কাঠের ঘর। আরো ৩টি গরুর শরিরের বিীভন্ন স্থান পুড়ে গেছে।

সোমবার গভীর রাতে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের চরসোনাকুড় গ্রামের আব্দুল জলিল শিকদারের বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সকালে পুলিশসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গৃহকর্তা আব্দুস জলিলের ছেলে মাসুদ শিকদার জানান, প্রতিদিনের মত রাতে তারা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে আগুনের লেলিহান শিখা দেখে তারা জেগে উঠে চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে ২ঘন্টা চেষ্টা করে ভোর রাতে আগুন নেভাতে সক্ষম হন তারা। ততক্ষণে দুইটি গরু আগুনে পুড়ে গোয়ালের ভিতর মারা যায়। অন্য তিনটি গরুরও শরিরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এসময় অন্য একটি কাঠের ঘর এবং দুইটি খড়ের গাদাও পুড়ে গেছে। একই সাথে ৪টি স্থানেই আগুন লাগিয়ে দেয় দূর্বৃত্তরা।

প্রতিবেশি দিব্বেন্দু সিকদার খোকন জানান, স্থানীয়দের ডাকচিৎকারে তার ঘুম ভেঙ্গে গেলে তিনি ওই বাড়িতে গিয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পান। গোয়ালঘরের টিনগুলো লাল টকটক করছিল। এলাকাবাসি জীবনের ঝুুঁকি নিয়ে দুই ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। এটি একটি অমানবিক ঘটনা। যারা করেছে তাদের বিচার হওয়া জরুরী।

কচুয়া উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দূর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

(এসএকে/এসপি/মার্চ ১২, ২০১৯)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test