E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাহুবল উপজেলার ইউএনওর বিচারের দাবিতে নওগাঁয় মানববন্ধন

২০১৯ মার্চ ১২ ১৭:০৯:৩১
বাহুবল উপজেলার ইউএনওর বিচারের দাবিতে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি : ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা অপব্যবহার করে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা প্রকৌশলী মোঃ মহিউদ্দিনকে অফিসকক্ষে হাতকড়া পড়িয়ে গ্রেফতার করায় ওই উপজেলার ইউএনও মোঃ জসীম উদ্দিনের বিচার দাবিতে মানববন্ধন করেছে নওগাঁ জেলার এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এলজিইডি নওগাঁর নির্বাহী প্রকৌশলীর অফিসের সামনে প্রধান সড়কে ঘন্টাকাল ব্যাপী এই মানববন্ধন চলে।

নির্বাহী প্রকৌশলী মোঃ নাঈম উদ্দিন মিয়ার নেতৃত্বে নওগাঁ এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী তোফায়েল আহমেদ, সহকারী প্রকৌশলী মোরশেদুল হাসান, সদর উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিদুল ইসলাম, রানীনগর উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিয়া, আত্রাই উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, ধামইরহাট উপজেলা প্রকৌশলী মোঃ আলী হোসেন, পত্নীতলা উপজেলা প্রকৌশলী সৈকত দাস, মান্দা উপজেলা প্রকৌশলী শাহ্ মোঃ শহিদুল হকসহ জেলার এলজিইডির শতাধিক কর্মকর্তা-কর্মচারী এই মানববন্ধনে অংশ নেন।

এলজিইডির পক্ষ থেকে এক অভিযোগে বলা হয়, বাহুবল উপজেলার ইউএনও মোঃ জসীম উদ্দিন দীর্ঘদিন ধরে ভুয়া বিল ভাউচার দিয়ে সরকারী টাকা উঠিয়ে আত্মসাত করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ৬মার্চ আরো কিছু ভুয়া বিল নিতে আসায় উপজেলা প্রকৌশলী মহিউদ্দিন তাতে স্বাক্ষর করেননি। এতে ক্ষিপ্ত হয়ে থানা পুলিশ ডেকে ইউএনওর অফিসকক্ষে প্রকৌশলী মহিউদ্দিনকে হাতকড়া পড়ানো হয়। যা সরকারী কর্মচারী আইন ২০১৮ এর ৪১(১) ধারার পরিপন্থী। মানববন্ধনে এমন ঘটনার তীব্র প্রতিবাদসহ ক্ষমতার অপব্যবহারী ওই ইউএনওর সুষ্ঠু বিচার দাবী করা হয়।

(বিএম/এসপি/মার্চ ১২, ২০১৯)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test