E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে দুর্নীতিবিরোধী শপথ নিলেন আলহাজ্ব আমিনউদ্দিন হাই স্কুলের শিক্ষার্থীরা

২০১৯ মার্চ ১২ ১৭:৪৭:৪১
মাদারীপুরে দুর্নীতিবিরোধী শপথ নিলেন আলহাজ্ব আমিনউদ্দিন হাই স্কুলের শিক্ষার্থীরা

মাদারীপুর প্রতিনিধি : ‘‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই” এই শ্লোগানকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক) মাদারীপুরের ইয়েস সদস্যদের উদ্যোগে মঙ্গলবার  আলহাজ্ব আমিনউদ্দিন হাই স্কুলে নৈতিকতা বিষয়ক আলোচনা ও দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন শেষে শিক্ষার্থীদের নৈতিকতা বিষয়ক আলোচনা সভায় প্রধান শিক্ষক সৈয়দ আকমল হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের জীবনের সকল পর্যায়ে দুর্নীতি থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ছাত্রছাত্রীরা যদি মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে পারে তাহলে তারা একজন সৎ ও আদর্শ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা শেষে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী পথ বাক্য পাঠ করান সনাক সদস্য আঞ্জুমান আর কবির।
৭০০ জন শিক্ষার্থী মহান মুক্তিযুদ্ধের উত্তরসূরি হিসেবে প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা পোষণ করা; দুর্নীতিকে ঘৃণা করা; শিক্ষা ও পেশাগত জীবনের প্রতিটি ক্ষেত্রে যেকোনো অসদুপায় অবলম্বন থেকে বিরত থাকা; সততা ও দায়বদ্ধতার সাথে দায়িত্ব পালন করা; আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা; মানুষে মানুষে বৈষম্য ও শোষণ প্রতিরোধে সচেষ্ট থাকা এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যের সব উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার অঙ্গীকার করে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়েস সদস্য জান্নাতুল ফেরদাউস স্নিগ্ধা ।

(এএসএ/এসপি/মার্চ ১২, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test