E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ক কর্মশালা

২০১৯ মার্চ ১২ ১৭:৫০:৩৪
মাদারীপুরে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ক কর্মশালা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে “গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ” বিষয়ক এক কর্মশালা মঙ্গঁলবার অনুষ্ঠিত হয়েছে। 

মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের উদ্যোগে মাদারীপুর সদর উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে অুনষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস কর্মশালার উদ্বোধন করেন।

অন্যদের মধ্যে মাদারীপুর সদও উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন জাহান ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর ফয়সাল মুস্তাফিজুর রহমান উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন।

বাংলাদেশ সরকার, দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক ও কারীগরী সহায়তায় অনুষ্ঠিত এ কর্মশালায় ইউপি নারী প্রতিনিধি ও সমাজের নারীনেত্রীসহ ৩৬ জন অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সদও উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস গ্রাম আদালত সক্রিয়করণে নারীর অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করে পুরুষের পাশাপশি নারীর মেধা, বুদ্ধি ও জ্ঞান দিয়ে ভুক্তভোগী বিচার প্রত্যাশী দরিদ্র জনগণকে আইনী সেবা প্রদানে এগিয়ে আসার আহবান জানান।

বিচার প্রক্রিয়ায় নারীদেও অংশগ্রহণ বৃদ্ধিকে তিনি নারীর ক্ষমতায়নের অন্যতম ধাপ বলে অভিহিত করেন।
মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের এভিসিবি (২য় পর্যায়) প্রকল্পের জেলা সমন্বয়কারী এডভোকেট মশিউর রহমান পারভেজ ও উপজেলা সমন্বয়কারী এস এম ফজলুল হক কর্মশালার বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন।

(এএসএ/এসপি/মার্চ ১২, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test