E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছেলেকে ফেরত দিন : মায়ের আকুতি

২০১৯ মার্চ ১৪ ১৮:৩৭:২৯
ছেলেকে ফেরত দিন : মায়ের আকুতি

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ‘আমরা পুলিশের লোক দরজা খুলুন’ এমন কথা জানিয়ে শুক্রবার গভীর রাতে সেই যে ছেলেটাকে নিয়ে যাওয়া হলো এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তার। 

‘আমার ছেলে কোনো ধরনের অপরাধী নয়। তারপরও আইনের চোখে সে দোষী হয়ে থাকলে তার বিচার হোক । কিন্তু আমার ছেলে কোথায় তা আমাকে জানাতে হবে’।

বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই আকুতি জানান সাতক্ষীরা শহরের সুলতানপুর ঝিলপাড়ার প্রয়াত মুক্তিযোদ্ধা আবদুল খালেকের পত্নী ও নিখোঁজ আবদুল হাকিমের মা মোমেনা খাতুন। এ সময় নিখোঁজ হাকিমের স্ত্রী আলেয়া বেগম, ছোট ভাই আবুল কালাম ও ছেলে আলি হোসেন উপস্থিত ছিলেন। নিখোঁজ আবদুল হাকিম একজন ইজি বাইক ব্যবসায়ী ও স্থানীয় একটি সাপ্তাহিক মুক্ত স্বাধীনের বার্তা সম্পাদক।

সংবাদ সম্মেলনে তিনি বলেন শুক্রবার গভীর রাতে কে বা কারা বাড়ির দরজায় টোকা দেয়। বলে দরজা খুুলুন। আপনারা কারা জানতে চাইলে তারা বলেন আমরা পুলিশের লোক। এর পর তারা আমার ছেলে আবদুল হাকিমকে তুলে নিয়ে যায়। আমার ছেলে তার বাবা মুক্তিযোদ্ধা এমন পরিচয় দেওয়ায় কথিত পুলিশ সদস্যরা বলেন ‘ ওসব এখন আর চলে না’। তিনি বলেন ছেলেকে নিয়ে গেলেও সাদা পোশাকধারী কথিত পুলিশের চারজন সদস্য বাড়িতে বসে থাকেন । ভোরে তারা কার সঙ্গে যেনো কথা বলেন। এর পর চলে যান। এরপর থেকে আমি আমার ছেলের কোনো খোঁজ পাচ্ছি না।

তিনি বলেন আমি ‘ সাতক্ষীরা সদর থানা, জেলা গোয়েন্দা পুলিশ ও র‌্যাবের সাথেও যোগাযোগ করলে তারা হাকিম সম্পর্কে কোন তথ্য দিতে পারিনি। নিরুপায় হয়ে আমি সংবাদ সম্মেলন করছি’।

তিনি বলেন একটি স্বাধীন দেশে একজন মুক্তিযোদ্ধার সন্তানকে রাতে পুলিশ পরিচয়ে কারা তুললো তারা কি কোনো দুর্র্বৃত্ত নাকি সত্যিই পুলিশের লোক তা আমার জানা চাই’। আমি আবারও বলছি আবদুল হাকিম আইনের চোখে কোনো দোষ করে থাকলে প্রচলিত আইনে তার বিচার হোক, কিন্তু সে কোথায় আছে কেমন আছে একথা জানার অধিকার আছে আমার’ বলেন মোমেনা খাতুন। তিনি বলেন আমি আমার ছেলেকে সুস্থ অবস্থায় ফেরত চাই।

(আরকে/এসপি/মার্চ ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test