E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়া উপজেলা নিবার্চনের প্রচারে আ.লীগ প্রার্থী এগিয়ে

২০১৯ মার্চ ১৫ ১৭:২০:২৬
কাপাসিয়া উপজেলা নিবার্চনের প্রচারে আ.লীগ প্রার্থী এগিয়ে

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজীপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাড: মো: আমানত হোসেন খান নৌকা প্রতীকে প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছে।  

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মো: আনিছুর রহমান আরিফ আনারস প্রতীকে, স্বতন্ত্র মো: রুহুল আমীন মোটর সাইকেল, জাতীয় পার্টির মো: এনামুল কবির লাঙ্গল প্রতীকে তারা ভোটের মাঠে রয়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পযর্ন্ত গন সংযোগে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। প্রার্থীদের সাথে রয়েছে একজাক নতুন ও পুরাতন ত্যাগী নেতা কর্মী। সরকার দলীয় প্রার্থী প্রচারণায় দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য নৌকার বিকল্প নেই বলে প্রচার পালাচ্ছে।

অন্যদিকে সতন্ত্র প্রার্থীরা তাদের নিজস্ব বক্তব্য দিয়ে প্রচারনা চালাছে। এলাকা ঘুরে দেখা গেছে। সকল মান অভিমান ভুলে গিয়ে দলীয় নেতা কর্মীরা একট্রা হয়ে নৌকার পক্ষে কাজ করছে।

অনেকেই জানান, ব্যক্তি নয় আমরা নৌকার পক্ষে কাজ করছি। এদিকে সম্প্রতি সাংস্কৃতিক মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও তথ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সিমিন হোসেন রিমি এমপি ঢাকার বনানীতে তার নিজ অফিসে কাপাসিয়া উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অংগসংগঠন ও সহযোগি সংগঠনের নেতাদের নিয়ে একটি সভা করেন। সেখানে তিনি দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নির্দেশ প্রাদান করেন। এবং দলীয় প্রার্থী চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান (নৌকা মার্কা) ভাইসচেয়ারম্যা আসাদুজ্জামান আসাদ (তালা মার্কা) মহিলঅ ভাইসচেয়ারম্যাস মোসা’ রওশনআরা সরকার (কলস মার্কা)।

এরপর থেকে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আ’লীগ প্রাথী আমানত হোসেনের পক্ষে প্রচারণায় রয়েছে উপজেলা আ’লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিন আকবর মুঞ্জু, সাংগঠনিক সম্পাদক শাহিনুর আলম সেলিম, সিংহশ্রী ইউপি চেয়ারম্যান আল আমিন, বারিষাব ইউপি চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু, ইউনিয়ন আ’লীগ সভাপতি এ্যা: আব্দুল মালেক, চাঁদপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি মিজানুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক হালিম মাস্টার, দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ গাফ্ফার, যুবলীগ সহ সভাপতি সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক সোহেল রানা সাহেল,সেচ্ছাসেবকলীগ নেতা তায়েব খান কিশোর, পারভেজ রানা, রাসেল খান, জোনায়েদ ইসলাম রাসেল,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হক সৈকত প্রমুখ।

(এসকেডি/এসপি/মার্চ ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test