E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় বসেছিল মিনা প্রদর্শনী ও শিক্ষা মেলা

২০১৯ মার্চ ১৬ ২২:২০:৫৮
কেন্দুয়ায় বসেছিল মিনা প্রদর্শনী ও শিক্ষা মেলা

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে বসেছিল মিনা প্রদর্শনী ও শিক্ষা মেলা।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে শনিবার সকাল থেকে ১শ ৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা মিনা প্রদর্শনী ও শিক্ষা মেলায় ৭টি স্টল প্রদর্শন করে। ৭টি ক্লাস্টারের অধিনে এসব স্টলে শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের শিখন ব্যবস্থা কিভাবে স্থায়ী করা যায় সেরকম বিভিন্ন উপকরণ প্রদর্শন করে।

৭টি ক্লাস্টারের মধ্যে রয়েছে বাট্টা, নওপাড়া, সদর, সান্দিকোনা, রামপুর, রাজনগর, ও গড়াডোবা। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: জিয়াউল হক, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানি, আমিনুল ইসলাম, মো: শওকত আলী, কাওসারুল হাসান রণি ও রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর হায়দার জাহান বিভিন্ন স্টল পরিদর্শন করে মূল্যায়ন করেন।

পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সান্দিকোনা ক্লাস্টারকে প্রথম নওপাড়া দ্বিতীয় এবং রাজনগরকে তৃতীয় স্থান অধীকারীর ফলাফল ঘোষনা করেন। তবে অন্যান্য স্টলের শিক্ষক শিক্ষিকারা এসব ফলাফলে অসন্তোষ প্রকাশ করেন।

(এসবি/এসপি/মার্চ ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test