E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় ১৫ গুণীজনকে শিল্পকলার সম্মাননা

২০১৯ মার্চ ১৭ ১৭:৪১:৫১
মাগুরায় ১৫ গুণীজনকে শিল্পকলার সম্মাননা

মাগুরা প্রতিনিধি : মাগুরায় শিল্পকলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১৫ গুণীজনকে সম্মাননা দেয়া হয়েছে।

মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে গুণীজনদের হাতে এ সম্মাননা তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

মাগুরা জেলা প্রশাসক আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বীরেন শিকদার, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোওয়ান।

সম্মাননা প্রাপ্ত ১৫ জন হচ্ছেন, সংগীতে শতদল রায়, নজরুল ইসলাম টগর, চৌধুরী ফেন্সী খালেদা বিউটি, লোকসংস্কৃতিতে শুকুর আল মামুন, অনিল হাজারিকা, সমির হোসেন বাউল, যাত্রা শিল্পে বিলকিস বেগম, অতুল প্রসাদ শিকদার, যন্ত্র শিল্পে জগদিশ অধিকারি, চারুকলায় আজিজুর রহমান আজিজ, রতন লাল সাহা, নৃত্যকলায় মঞ্জুশ্রী বিশ্বাস, আবৃত্তিতে খান মাজাহারুল হক লিপু, ফটোগ্রাফিতে সাংবাদিক হোসেন সিরাজ ও শামীম খান।

(ডিসি/এসপি/মার্চ ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test