E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভিডিও কনফারেন্সে বরিশালের বিএনপি নেতাদের স্বপ্ন দেখাচ্ছে তারেক

২০১৯ মার্চ ১৭ ১৮:২০:১০
ভিডিও কনফারেন্সে বরিশালের বিএনপি নেতাদের স্বপ্ন দেখাচ্ছে তারেক

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে কঠোর হওয়ার জন্য বরিশালের দু’টি কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (সাজাপ্রাপ্ত পলাতক আসামি) তারেক রহমান। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালের বিএনপি নেতাদের সাথে আলোচনা করে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন দলের শীর্ষ এই নেতা।

রবিবার সকালে বিষয়টি বরিশালে ছড়িয়ে পরলে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তারেক বিরোধী তীব্র সমালোচনা করতে দেখা গেছে। তৃণমুল নেতাকর্মীদের দাবি, তার (তারেক রহমান) জন্যই বিএনপির বর্তমান দুর্দশা। তার নির্দেশেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বির্তকিত জনবিচ্ছিন্ন নেতাদের দলীয় মনোনয়ন দেয়ায় বিএনপির চরম ভরাডুবি হয়েছে। এখন আবার তার নির্দেশে কমিটি পূর্ণগঠন করতে গেলে দলীয় নেতাদের হামলা ও পুলিশের মামলায় জড়াবে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। তাই তৃণমূল বিএনপির নেতাকর্মীরা লন্ডন থেকে স্বপ্ন দেখানো তারেক রহমানকে ধিক্কার জানিয়ে তার নির্দেশনাকে প্রত্যাখান করেছেন।

এর পূর্বে শনিবার রাতে বরিশাল জেলা বিএনপির এক নেতা বলেন, ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির পাঁচজন করে ১০ নেতার সাথে কথা বলেন তারেক রহমান। এসময় তারেক আগামী ৬ এপ্রিলের মধ্যে বরিশালের এ দু’টি কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন।

ভিডিও কনফারেন্সে অংশ আরেক নেতা জানান, তারেক রহমান প্রায় একঘন্টাা কথা বলেন। এসময় তিনি মেয়াদোত্তীর্ণ কমিটি এবং তৃণমূলে স্থবিরতার বিষয়টি অবগত হয়ে ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে জেলা কমিটি পর্যন্ত পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিতে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত নেতাদের কর্মপন্থা প্রণয়ন করে এই কাজ সম্পন্ন করতে বলেন। আগামী ৬ এপ্রিল তারেক রহমান পূর্ণরায় দুটি জেলা কমিটির সাথে পরবর্তী ভিডিও কনফারেন্স করে কমিটি পুনর্গঠনের বিষয়ে নিশ্চিত হবেন।

বিএনপির একাধিক নেতৃবৃন্দরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাঠপর্যায়ে হামলা ও মামলার শিকার নেতাকর্মীদের কোন খোঁজখবর না নিয়ে লন্ডনে বসে তারেক রহমানের এ ধরনের নির্দেশনা সঠিক সাংগঠনিক পন্থা নয়। তারা আরও বলেন, দলের কেন্দ্রীয় কমিটি পুর্নগঠন না করে ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যায়ের কমিটিকে পুর্নগঠন করে বিশেষ কোন ফলাফল পাওয়া যাবেনা।

বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ বলেন, তারেক রহমান আমাদের কাছে জানতে চান, কমিটিগুলো কবে গঠণ করা হয়েছে। পরে তিনি ওয়ার্ড পর্যায় থেকে কমিটি পুর্ণগঠনের জন্য বলেন। জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন বলেন, দলকে শক্তিশালী করতে তৃণমূল থেকে নতুন কমিটি গঠণ করতে বলেছেন তারেক রহমান। পরবর্তী ভিডিও কনফারেন্সের আগেই তিনি এ নির্দেশ বাস্তবায়ন করতে বলেছেন।

উল্লেখ্য, বরিশাল উত্তর জেলা বিএনপির কমিটি গঠণ করা হয়েছে ২০০৯ সালে। ২০১৩ সালে গঠণ করা হয় দক্ষিণ জেলা বিএনপির কমিটি। একই অবস্থা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলোর।

(টিবি/এসপি/মার্চ ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test