E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাতক্ষীরা সদর থানার ওসি ও এসআই'র নামে পাঁচ কোটি টাকার মানহানি মামলা

২০১৪ জুলাই ২৩ ১৯:৩০:৪৩
সাতক্ষীরা সদর থানার ওসি ও এসআই'র নামে পাঁচ কোটি টাকার মানহানি মামলা

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহ আলমকে গ্রেফতারের হুমকি দেওয়ায় সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ইনামুল হক ও উপপরিদর্শক হেকমত আলীর বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক (সার্বিক) এ্যাডভোকেট শহিদুল রহমান খান মামুন বুধবার মাদারীপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস আদেশের জন্য বৃহষ্পতিবার দিন দার্য করেছেন।

মামলার বিবরণে জানা যায়, গত ৪ জুলাই দুপুর ১২টার দিকে সদর থানা চত্বরে (গোল ঘরে) পাঁচ শতক জমি নিয়ে এক সালিশী সভায় সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক হেকমত আলি অভিযোগকারি দৈনিক নওয়াপাড়ার খবরের সাতক্ষীরা সদর প্রতিনিধি সেলিম হোসেনের গালে চপেটাঘাত করেন। এ সময় বিবাদী পক্ষের দু’ আইনজীবীকে উদ্দেশ্যে করে সকল আইনজীবীকে কটুক্তি করেন। সাংবাদিক ও আইনজীবীদের বেয়াদব ও মিথ্যাবাদি বলে থানা লকআপে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন। একই সময়ে নারীদের সম্পর্কেও অশোভন কটূক্তি করেন তিনি ।

এ নিয়ে পর দিন স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রতিবেদন ছাপা ছাপা হবার পর ১৪ জুলাই জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আলম উপপরিদর্শক হেকমত আলীর বিরুদ্ধে একটি মামলা করেন । বিচারক শিমুল বিশ্বাস এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

মামলার বিবরণে আরো জানা যায়, উপপরিদর্শকের বিরুদ্ধে মামলা করায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক কার্যালয়ে এসে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড, শাহ আলমকে গ্রেফতারের হুমকি দেন। এর প্রেক্ষিতে ১৫ জুলাই সকাল ১১টায় আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহ আলমের সভাপতিত্বে আইনজীবীদের সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা, তাকেসহ উপপরিদর্শক হেকমত আলীকে আগামি সাত দিনের মধ্যে প্রত্যাহার, ৬৪ টি জেলায় মামলাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। একইভাবে সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে জেষ্ট্য আইনজীবী সাবেক সভাপতি অ্যাড. গোলাম মোস্তফার নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়। সে অনুযায়ি অ্যাড শাহ আলম বাদি হয়ে ১৬ জুলাই সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক মোঃ শহীদুল ইসলাম বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধানর সভায় সিদ্ধান্ত অনুযায়ি ৬৪টি জেলায় মামলা করার অংশ হিসেবে বুধবার নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের ভাতিজা ও মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক (সার্বিক) অ্যাডভোকেট শহিদুল রহমান খান মামুন এ মানহানির মামলা দায়ের করেন।
যদিও সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেফতারে হুমকির কথা অস্বীকার করেন।

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ফজলুল হক ও সাধানর সম্পাদক অ্যাড. জাফর আলী মিঞা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরকে/অ/জুলাই ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test