E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষাই মানব সম্পদের উন্নয়নের চাবিকাঠি : শিক্ষামন্ত্রী

২০১৯ মার্চ ১৯ ১৭:০৪:৫২
শিক্ষাই মানব সম্পদের উন্নয়নের চাবিকাঠি : শিক্ষামন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : শিক্ষামন্ত্রী ড. দীপু মনি (এমপি) বলেছেন, শিক্ষাই মানব সম্পদ উন্নয়নের চাবিকাঠি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাখাতে বাংলাদেশের অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। তারই ধারাবাহিকতায় বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দেয়া হচ্ছে। এ ছাড়া উপবৃত্তিসহ অন্যান্য সকল সুবিধা দেয়া হচ্ছে।

সোমবার রাতে মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন ও ভারতের পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এর উপাচার্যকে সংর্বধনা প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স ও ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী বিশ্ব বিদ্যালয় কলেজের যৌথ উদ্যোগে মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী, জাতীয় বিশ্ব বিদ্যালয় এর উপাচার্য ড.হারুন অর-রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড.এম আবদুস সোবহান, বরিশাল বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্টাতা উপাচার্য অধ্যাপক ড.মো. হারুনর রশিদ খান, সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান (এমপি), আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ (এমপি), সংরক্ষিত আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক হোসেন।

সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স বিশ্ব বিদ্যালয় কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন বাবলু ও মো. দিদারুল আলম মুরাদের সঞ্চলনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড বিশ্ব বিদ্যালয় কলেজের মমতাজ বেগম প্রমুখ।

শেষে অতিথীদের সম্মানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়। মাদারীপুরের কালকিনির নিভৃত পল্লীতে শিক্ষা মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. দীপু মনি (এমপি)সহ অন্যান্য অতিথিরা রাত্রী যাপন করেন। মঙ্গলবার সকালে হেলিকপ্টার যোগে ঢাকায় পৌঁছেন।

(টিবি/এসপি/মার্চ ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test