E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বনদস্যুদের মুক্তিপণ না দেয়ায় জীবন-মৃত্যুর সাথে লড়ছে সুন্দরবনের এক জেলে

২০১৯ মার্চ ১৯ ১৭:৫৫:১৬
বনদস্যুদের মুক্তিপণ না দেয়ায় জীবন-মৃত্যুর সাথে লড়ছে সুন্দরবনের এক জেলে

শেখ আহসানুল করিম, বাগেরহাট : সুন্দরবনে মুক্তিপণ দিতে না পারায় এক জেলেকে কুপিয়ে গুরুতর আহত করেছে বনদস্যুরা। 

মঙ্গলবার দুপুরে সুন্দরবনের পদ্মাবতী খাল এলাকা থেকে আহত জেলেকে মোংলা কোষ্টগার্ড সদস্যরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় মো. আবুল কাসেম সেলিম (৫৫) নামের এই জেলে এখন হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াই করছেন। গুরুতর আহত জেলে সেলিম বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী গ্রামের খোকন খানের ছেলে। তবে এই জেলে বর্তমানে পরিবার নিয়ে মোংলা পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকায় বসবাস করছেন।

পুলিশ ও স্থানীয় জেলেরা জানায়, মো. আবুল কাসেম সেলিম নামের গুরুতর আহত এই জেলে দীর্ঘদিন ধরে সুন্দরবনে মাছ ধরে আসছিল। এবার সুন্দরবনে যাওয়ার পর মুক্তিপণের দাবীতে একদল বনদস্যু তাকে অপহরন করে নির্যাতন করতে থাকে। তবে, জেলে পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ না দেয়ায় বনদস্যুরা ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার তার সারা শরীরে কুপিয়ে সুন্দরবনের পদ্মাবতী খাল পাড়ে ফেলে রেখে যায়। মঙ্গলবার সকাল ১১ টার দিকে অপর এক জেলে খাল দিয়ে যাবার সময় চরে মানুষের গুগানির শব্দ শুনে সেখানে গিয়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় এক জেলে পড়ে রয়েছে। সে ওই খবর মোংলা কোস্টগার্ডকে জানান হলে তারা আহত জেলেকে উদ্ধার করে দুপুরে মোংলা উপজেলা হাসপাতালে ভর্তি করে। তবে কোন বনদস্যু বাহিনী তার উপর হামলা চালিয়ে তা জানাতে পারেনি ওই জেলে।

মংলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জীবিতোষ বিশ্বাস জানান, গুরুতর আহত জেলে সেলিমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া প্রয়োজন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, হাসপাতালে ভর্তি জেলে সেলিমের শরীরের বিভিন্নস্থানে অনেকগুলো ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার বাম হাতের কবজি পড়ে গেছে, অপর হাতসহ ঘাড়, চোয়ালে, গলা ও পিঠে কুপানোর মারাত্মক জখম চিহ্ন রয়েছে। তার পরিবারের সাথে কথা বলে প্রকৃত ঘটনার বিষয়ে জানার চেষ্টা চলছে।

(এসএকে/এসপি/মার্চ ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test