E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়া উপজেলা নির্বাচনে নৌকার পক্ষে প্রচারে ১১ ইউপি চেয়ারম্যান 

২০১৯ মার্চ ২০ ১৫:২৮:০৬
কাপাসিয়া উপজেলা নির্বাচনে নৌকার পক্ষে প্রচারে ১১ ইউপি চেয়ারম্যান 

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : আগামী ২৪ মার্চ গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এবার নৌকার পক্ষে মাঠে নামলো উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যান। বর্তমান সরকারের উন্নয়নমুলক কর্মকান্ডকে সাধারণ মানুষের কাছে তুলে ধরে নৌকার বিকল্প নেই বলে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। যতই এগিয়ে আসছে ততই নিবার্চন ক্রমশই জমে উঠছে নিবার্চনী প্রচারণা। প্রতিদিনই দলীয় প্রার্থীর পক্ষে নতুন নতুন মুখ প্রচারণায় যোগ হচ্ছে। দলের পক্ষ হয়ে গ্রামের প্রতিটি বাড়ীতে বাড়ীতে গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন। 

উপজেলার কাপাসিয়া সদর, দুর্গাপুর, চাদপুর, তরগাও, সিংহশ্রী, রায়েদ, টোক, বারিষাব, কড়িহাতা, সনমানিয়া ও ঘাঘটিয়া ইউনিয়নের চেয়ারম্যানরা নিজ উদ্যোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ নির্বাচনে দলীয় ভাবে যাদের প্রার্থী দেয়া হয়েছে তারা হলেন, নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজীপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাড: মো: আমানত হোসেন খান (নৌকা মার্কা). ভাইসচেয়ারম্যান প্রার্থী কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ(তালা মার্কা)মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসা’ রওশনআরা সরকার (কলস মার্কা)।

সরকার দলীয় প্রার্থীরা দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য নৌকার বিকল্প নেই বলে প্রচারনা চালাচ্ছে, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পযর্ন্ত গন সংযোগে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। গন সংযোগ করার সময় ছোট ছোট মিছিলও করছে উৎসাহী নেতা কর্মীরা । এছাড়া প্রার্থীদের সাথে প্রতিদিনই যোগ হচ্ছে একজাক নতুন ও পুরাতন ত্যাগী নেতা কর্মী। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সহসভাপতি অ্যাভোকেট এম এ কাদির, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক মো,সাখাওয়াত হোসেন প্রধান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন,সহসভাপতি মইনুল হক মিলন, উপজেলা সেচ্ছাসেবলীগের সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আ.রব দরজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.কাইউম, সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম সৈকত,সাবেক ছাত্রনেতা রাজিব ঘোষ, সহ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে দিন রাত গনসংযোগ করে যাচ্ছেন।

এ এদিকে সম্প্রতি সাংস্কৃতিক মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও তথ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সিমিন হোসেন রিমি এমপি ঢাকার বনানীতে তার নিজ অফিসে কাপাসিয়া উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অংগসংগঠন ও সহযোগি সংগঠনের নেতাদের নিয়ে একটি সভা করেন। সেখানে তিনি দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নির্দেশ প্রাদান করেন।

(এসকেডি/এসপি/মার্চ ২০, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test