E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় উদ্দীপ্ত বহুমুখি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা 

২০১৯ মার্চ ২০ ১৫:৪৫:৪৫
আগৈলঝাড়ায় উদ্দীপ্ত বহুমুখি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সঞ্চয় ও শেয়ারের উপর ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণার মধ্য দিয়ে উপজেলার প্রত্যন্ত এলাকার সহস্রাধিক নারী সদস্যর উপস্থিতিতে উদ্দীপ্ত বহুমুখি সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার অনুষ্ঠিত হয়েছে। 

রাজিহার ইউনিয়নের রাজিহার গ্রামে সমিতির কার্যালয় সংলগ্ন মন্দির প্রাঙ্গনে সমিতির সভাপতি মিঠু বসু’র সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথী ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান।

সমবায় অধিদপ্তরের রেজিষ্ট্রেশন ভুক্ত উদ্দীপ্ত বহুমুখি সমবায় সমিতির ৪৪জন পুরুষ সদস্য, ৩৪৫জন শিশু সদস্য, ১২শ নারী সদস্যসহ সহ মোট ১৫শ ৮৯জন সদস্যর উপস্থিতিতে সমিতির বার্ষিক আয়-ব্যায়ের হিসাব পেশ করা হয়। এ সময় গত অর্থ বছরের সমিতির আয় থেকে সদস্যদের সঞ্চয় ও শেয়ারের উপর ১০ভাগ লভ্যাংশ সদস্যদের প্রদান করা হয়। সভায় জানানো হয়, সমিতির বর্তমান মুলধন দাড়িয়েছে ৩৭ লাখ ৭৫ হাজার ৬শ ৮টাকা। সভায় আগামী অর্থ বছরের সাম্ভাব্য বাজেট উপস্থাপন করা হয়।

সমিতির কর্মকর্তা মার্সেল হালদারের সঞ্চালনায় সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সমবায় সহকারী কর্মকর্তা জাকির হোসেন, সমিতির সাকেব সভাপতি আইরীন মন্ডল, স্থানীয় গুনীজন সাবেক শিক্ষক অতুল চন্দ্র বালা, ইউপি সদস্য সঞ্জয় রায়, সমিতির ঋণ কমিটির সভাপতি স্বদেশ হালদারসহ সমিতির সদস্যরা।

(টিবি/এসপি/মার্চ ২০, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test