E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুমকিতে আ.লীগের ৩ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে লড়াই  

২০১৯ মার্চ ২০ ১৮:৩৩:২৩
দুমকিতে আ.লীগের ৩ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে লড়াই  

সোহাগ হোসেন, দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের ৩ প্রার্থীর মধ্যে লড়াই হবে দ্বিমুখী। দুমকি উপজেলায় এ নির্বাচনে দল থেকে নৌকা প্রতীক মনোনয়ন দেওয়া হয়েছে । যারা মনোনয়ন পাননি বাধ্য হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আ.লীগ ছাড়াও চেয়ারম্যান পদে এনপিপির মো: দেলোয়ার হোসেন হাওলাদার প্রার্থী হয়েছেন। এ সকল প্রার্থীরা এখন কোমর বেধে নেমেছেন নির্বাচনী মাঠে। নিজেদের স্ব-পক্ষে ভোট নিতে বিভিন্ন গ্রাম পাড়া মহল্লায় ছোট ছোট উঠান বৈঠক ও সমাবেশ করছেন। যে যার মত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। নিজেদের সমর্থকদের সাথে নিয়ে মানুষের বাড়ী বা ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে গিয়ে ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি।

এর মধ্যে ৩ পদে এবার ভোট লড়াইয়ে মাঠে রয়েছেন ১০ জন প্রার্থী, এদের মধ্যে চেয়ারম্যান পদে আ’লীগে (নৌকা) প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. হারুন অর রশিদ হাওলাদার, আ’লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান, উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মো: শাহজাহান সিকদার (দোয়াত কলম), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এ্যাড. মেহেদী হাসান মিজান (আনারস), এনপিপির মো: দেলোয়ার হোসেন হাওলাদার (আম) ।

ভাইস চেয়ারম্যান পদে, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মো: শাহজাহান আকন সেলিম (তালা) , জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. এইচ.এম মাসুদ আল- মামুন (মাইক), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: সফিকুল ইসলাম খান (বই)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী মিসেস ফরিদা ইয়াসমিন (প্রজাপতি), নাজমুন্নাহার শিরিন (ফুটবল), চামেলী বেগম (কলস)।

প্রতীক পাওয়ার পর পর প্রার্থীরা মিছিল মিটিং ও ব্যাপক শো-ডাউনের মধ্য দিয়ে গরম করে রেখেছে নির্বাচনী মাঠ। প্রার্থীরা ইতিমধ্যে তাদের প্রতীক ও ছবি দিয়ে বিভিন্ন স্থানে পোষ্টার টাঙ্গিয়েছেন। ভোটাররাও তাদের হিসাব নিকাশ করে ধীরে ধীরে আগাচ্ছেন।

তবে এবারের ৩ চেয়ারম্যান প্রার্থীই প্রতিপক্ষের ভোট ব্যাংকে হানা দিয়ে ভোট আদায়ে কর্মকৌশল নিয়ে এগুচ্ছেন। এনপিপির মো: দেলোয়ার হোসেন হাওলাদার (আম) মার্কার চেয়ারম্যান প্রার্র্থী হলেও তাঁর নেই কোন প্রচার প্রচার প্রচারণা।

এ পর্যন্ত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আ’লীগের সভাপতি মো: শাহজাহান সিকদার (দোয়াত কলম), আ’লীগের (নৌকা) প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান এড. হারুন অর রশিদ হাওলাদার, ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান আকন সেলিম (তালা) এ.এইচ.এম মাসুদ আল- মামুন(মাইক) ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার শিরিন ফুটবল মার্কার প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন। সব কিছুই নির্ভর করবে ভোটারদের উপর ভোটররাও উজ্জীবিত হয়ে ঝুকছেন প্রার্থীদের দিকে।

ফলে ব্যাপক উৎসহ উদ্দিপনার মধ্য দিয়ে গোটা উপজেলায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। পাঙ্গাশিয়া ইউনিয়নের বাসিন্দা মাজেদ হাং, আ.লীগের সহ-সভাপতি মজিবুর রহমান, শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা ফোরকান আলী মৃধা, আঙ্গারিয়া ইউনিয়নের বাসিন্দা আজিজ হাওলাদারসহ ৫ টি ইউনিয়নের আরোও অনেকে বলেন- ৪ প্রর্থীর মধ্যে ৩ প্রার্থীই আওয়ামীলীগের তবে শেষ লড়াইটা হবে মো: শাহজাহান সিকদার ও এ্যাড. হারুন অর রশিদ হাওলাদারের মধ্যে। ৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত দুমকি উপজেলা পরিষদ।

আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে দুমকি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ। দুমকি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫৮ হাজার ২শত ৯৭জন । এর মধ্যে পুরুষ ভোটার ২৯ হাজার ২৫৯ জন ও নারী ভোটার ২৮ হাজার ৩৮ জন। এই উপজেলার ৫টি ইউনিয়নে মোট কেন্দ্র রয়েছে ২১ টি।

(এস/এসপি/মার্চ ২০, ২০১৯)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test