E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আগৈলঝাড়ায় হযরত খানজাহান আলী (র.) তিন দিনের ওরশ শুরু 

২০১৯ মার্চ ২০ ১৮:৪৩:০৩
আগৈলঝাড়ায় হযরত খানজাহান আলী (র.) তিন দিনের ওরশ শুরু 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বাগেরহাটের হযরত খানজাহান আলী (র.) রওজা মোবারকের ওরশের পদাঙ্ক অনুসরণ করে আগৈলঝাড়ায় গৈলা ইউনিয়নের দুধিয়ারপার গ্রামে মান্নান দরবেশের খানকায় তিন দিনের ওরশ মোবারক বুধবার শুরু হয়েছে। ওরশ চলবে শুক্রবার রাত পর্যন্ত।

ওরশ মোবারকের আয়োজক মান্নান দরবেশ জানান, প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হযরত খানজাহান আলী (র.) রওজা মোবারকের ওরশের দিন তাঁরই পদাঙ্ক অনুসরণ করে এই আস্তানায় অন্তত ৪০ বছর যাবত ওরশ মোবারক অনুষ্ঠিত হয়ে আসছে।

তিনি আরও জানান, হযরত খানজাহান আলীর ভক্ত ও অনুসারি, যারা তার রওজা মোবারকে এই দিনে যেতে পারেন না, তারাই যোগদান করেন এই ওরশ মোবারকে। বাগেরহাটের সাথে মিল রেখে অনুষ্ঠিত হয় এখানের সকল অনুষ্ঠান। বুধবার দুপুরে কোরান খতম, দোয়া-মিলাদ মাহফিল, এতিমদের খাবার পরিবেশণের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান চলবে শুক্রবার রাত পর্যন্ত।

এই তিন দিন বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে খাজা খানজাহানের গানসহ লালন, মুর্শিদী, ভাটিয়ালী ও বিভিন্ন আধ্যাত্মিক গান পরিবেশন করবেন নাম করা শিল্পী ও আগত ভক্তরা।

এই আস্তানায় জাতি, ধম, বর্ণ নির্বিশেষে ভক্তরা সমবেত হয়ে গান বাজনা করে উৎসবকে মাতিয়ে তোলেন।

(টিবি/এসপি/মার্চ ২০, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test