E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দক্ষিণাঞ্চলের ইয়াবা ডিলার মানিক মাঝি গ্রেফতার

২০১৯ মার্চ ২০ ১৮:৪৩:৫৯
দক্ষিণাঞ্চলের ইয়াবা ডিলার মানিক মাঝি গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : র‌্যাব-৮ এর অভিযানে দক্ষিণাঞ্চলের ইয়াবা ডিলার জেলার গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের বাসিন্দা একাধিক মামলার পলাতক আসামি মানিক মাঝিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য ও মাদক বিক্রির এক লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে বরিশাল র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নগরীর লঞ্চঘাট এলাকা থেকে মাদক সম্রাট ও একাধিক মামলার পলাতক আসামি মানিক মাঝিকে (৪৭) গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি মতে ওইদিন রাতে মানিক মাঝির গৌরনদীর মাহিলাড়া এলাকার ভাড়াটিয়া বাসা থেকে ৩৫৫ পিস ইয়াবা, ১০৫ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির নগদ এক লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮ এর বরিশালের সিপিএসসি’র ডিএডি মোঃ মামুনুর রশিদ খান বাদি হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

সূত্রমতে, গৌরনদীর কটকস্থল গ্রামের ইঙ্গুল মাঝির পুত্র মানিক মাঝি ও তার ভাই হিরা মাঝি দীর্ঘদিন থেকে দেশের বিভিন্নস্থান থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য আমদানি করে নিজস্ব সহযোগিদের মাধ্যমে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় সরবরাহ করে আসছে। সম্প্রতি সময়ে হিরা মাঝি র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়ে বর্তমানে বরিশাল কারাগারে রয়েছেন।

(টিবি/এসপি/মার্চ ২০, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test