E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাট জেলা সমবায় অফিসে মৎস্যজীবী নেতার উপর হামলা

২০১৯ মার্চ ২০ ১৮:৪৭:০৬
বাগেরহাট জেলা সমবায় অফিসে মৎস্যজীবী নেতার উপর হামলা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা সমবায় অফিসে একটি মৎসজীবি সমিতির অভ্যন্তরিন তদন্ত চলাকালে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে বাগেরহাট শহরের শালতলা এলাকায় জেলা সমবায় অফিসে কুলিয়াদাইড় মৎসজীবি সমিতির নেতা জগদিশ চন্দ্র দাস বহিরাগত সন্ত্রাসীদের মারপিট শিকার হয়েছেন। হামলা চলাকালে জেলা জেলা সমবায় অফিস থেকে পুলিশকে খবর দেয়া হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

কুলিয়াদাইড় মৎস্যজীবি সমিতির সভাপতি চিত্তরঞ্জন মৃধা জানান, সমিতির কতিপয় সদস্য বহিস্কার ও পাল্টা বহিস্কার সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতে বুধবার তাদের জেলা সমবায় ডাকা হয়। বিষটির তদন্তের শেষ দিকে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শংকর কুমার চক্রবর্তী ও ইউপি সদস্য রেজাউল নেতৃত্বে একদল লোক জেলা সমবায় অফিসের বাইরে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা অফিসের ভিতরে ঢুকে সমিতির সদস্য জগদিশ চন্দ্র দাসের উপর হামলা চালায়। তারা পুর্ব শত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

ঘামলার বিষয়ে জানতে চাইলে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শংকর কুমার চক্রবর্তী জানান, ইউপি চেয়ারম্যান হিসেবে তাকে ওই তদন্তের সময় উপস্থিত থাকতে বলা হলে তিনি ওই অফিসে আসেন। তবে কোন ধরনের হামলার ঘটনা ঘটেনি বলে দাবী করেন।

বাগেরহাট জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক ও তদন্ত কর্মকর্তা মো. আমান উল্লাহ বলেন, কুলিয়াদাইড় মৎস্যজীবি সমিতির অভিযোগের ভিত্তিতে শুধুমাত্র সমিতির সদস্যদের তদন্তের জন্য ডাকা হয়েছিল। তদন্তের বিষয়ে ইউপি চেয়ারম্যান শংকর কুমার চক্রবর্তীকে না জানানো হরেও তিনি উপস্থিত হলে তাকে অফিসের অন্য কক্ষে বসতে অনুরোধ জানানো হয়। তদন্তের শেষে তার সাথে আসা বহিরাগতরা অফিসের মধ্যে ঢুকে কুলিয়াদাইড় মৎসজীবি সমিতির নেতা জগদিশ চন্দ্র দাসকে মারপিট করে। হামলা চলাকালে জেলা জেলা সমবায় অফিস থেকে পুলিশকে খবর দেয়া হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

(এসএকে/এসপি/মার্চ ২০, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test